চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের ম্যাচগুলোর জন্য দুবাইয়ে দুটি উইকেট আলাদা করে পরিচর্যা করা হচ্ছে অনেক দিন ধরেই, খবর ভারতীয় সংবাদমাধ্যমের।
Published : 17 Feb 2025, 10:34 AM
সম্ভাব্য মন্থর ও নিচু বাউন্সের উইকেটর জন্যই ভারতীয় স্কোয়াডে স্পিনারের ছড়াছড়ি, এমন একটি ধারণা গত কিছুদিনে ছড়িয়ে পড়েছে। তবে শেষ পর্যন্ত দুবাই আন্তর্জাতিক উইকেটের আচরণ ভিন্ন রকমও হতে পারে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের ম্যাচগুলির জন্য এই মাঠের দুটি উইকেট বেশ কিছু দিন ধরেই আলাদা করে পরিচর্যা করা হচ্ছে বলে খবর ভারতীয় সংবাদমাধ্যমের। সেক্ষেত্রে বাংলাদেশ-ভারত ম্যাচটিও হবে লম্বা সময় ধরে ব্যবহার না হওয়া উইকেটে।
চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ভারতের প্রথম ঘোষিত স্কোয়াডে স্পিনার ছিলেন রাভিন্দ্রা জাদেজা, আকসার প্যাটেল, কুলদিপ ইয়াদাভ ও ওয়াশিংটন সুন্দার। পরে ইয়াসাসভি জয়সওয়ালকে বাইরে রেখে দলে আনা হয়েছে ভারুন চক্রবর্তিকে। ১৫ জনের স্কোয়াডে এখন স্পিনার পাঁচজন। ধারণা করা হচ্ছিল, দুবাইয়ের উইকেটের সম্ভাব্য আচরণ অনুমান করেই স্পিনারে ঠাসা দল গড়েছে ভারত।
দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে বিভিন্ন টুর্নামেন্ট-সিরিজের খেলা লেগেই আছে একের পর এক। সম্প্রতি আইএল টি-টোয়েন্টির ১৫টি ম্যাচ হয়েছে এই মাঠে। উইকেটগুলোর ওপর দিয়ে কতটা ধকল গেছে, সহজেই তা অনুমেয়। এজন্যই মনে করা হচ্ছিল, অতি ব্যবহারে মন্থর ও নিচু বাউন্সের উইকেট মিলবে এবার দুবাইয়ে।
তবে উইকেট পরিচর্যা সম্পর্কে জানাশোনা আছে, এমন একটি সূত্র ভিন্ন তথ্য দিলেন ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে।
“দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ১০টি পিচ আছে। আইএল টি-টোয়েন্টির লিগ পর্যায়ে বিশেষ নির্দেশনা ছিল যেন, দুটি উইকেটে কোনো খেলা না হয়। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য তরতাজা রাখতে বলা হয়েছিল পিচ দুটি। নকআউট ম্যাচের এই দুই উইকেটের কোনোটি ব্যবহার করা হয়েছে কি না, জানা নেই।”
“তবে মূল ব্যাপার হলো, অতি ব্যবহারে উইকেট যাতে মন্থর ও নিচু বাউন্সের না হয় এবং ম্যাচ বিরক্তিকর না হয়ে ওঠে, সেটা নিশ্চিত করার চেষ্টা করা হয়েছে। তরতাজা উইকেটে ব্যাটসম্যান ও বোলাররা সমান সহায়তা পেতে পারে।”
চ্যাম্পিয়ন্স ট্রফিতে এবার সব ম্যাচই এই মাঠে খেলবে ভারত। বৃহস্পতিবার বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু তাদের অভিযান, আগামী রোববার লড়াই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে ও ২ মার্চ খেলা নিউ জিল্যান্ডের বিপক্ষে। পরে সেমি-ফাইনাল ও ফাইনালে উঠলেও এখানেই খেলবে রোহিত শার্মার দল।
দুবাইয়ের উইকেটগুলোকে নানা সময় নানা রূপে দেখা গেছে। তবে বোলিংয়ে বেশির ভাগ সময় এমনিতে স্পিনারদের চেয়ে পেসারদের সহায়তা বেশি মিলেছে। কখনও কখনও মুভমেন্ট ও বাড়তি বাউন্স পাওয়া গেছে এখানে। তবে এবার তরতাজা উইকেট হলে জোরের ওপর বল করা স্পিনাররা বেশি কার্যকর হতে পারেন। ভারুনকে দলে যোগ করার পেছনে এই ভাবনাও থাকতে পারে।
ভারত-বাংলাদেশ দুই দলই কয়েক দিন ধরে প্রস্তুতি নিচ্ছে দুবাইয়ে। বাংলাদেশ সোমবার প্রস্তুতি ম্যাচ খেলবে পাকিস্তান শাহিনসের (‘এ’ দল) সঙ্গে।