আইপিএল
নিয়মিত আইপিএলে খেলা অনেক ক্রিকেটারই দল পাননি দুই দিন ব্যাপী মেগা নিলামে।
Published : 26 Nov 2024, 12:24 AM
আইপিএলে বিদেশি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ রান ডেভিড ওয়ার্নারের। টুর্নামেন্টটির নিয়মিত মুখ তিনি। সেই তাকেই হয়তো দেখা যাবে না আগামী আইপিএলে। নিলামে যে দল পাননি অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান।
সৌদি আরবের জেদ্দায় দুই দিন ব্যাপী মেগা নিলামের প্রথম দিন নাম উঠলেও ওয়ার্নারের প্রতি আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। ২ কোটি ভিত্তি মূল্যের এই ক্রিকেটারের নাম ওঠে সোমবার নিলামের দ্বিতীয় দিনেও। এবারও তার জন্য বিড করেনি ১০ ফ্র্যাঞ্চাইজি কেউ।
২০০৯ সালে আইপিএলের দ্বিতীয় আসর থেকে নিয়মিত দেখা গেছে ওয়ার্নারকে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে বল টেম্পারিং কাণ্ডের জন্য শুধু ২০১৮ সালের আইপিএলে তাকে ও স্টিভেন স্মিথকে খেলার অনুমতি দেওয়া হয়নি।
২০১৬ আসরে ওয়ার্নারের নেতৃত্বেই নিজেদের একমাত্র আইপিএল শিরোপা জেতে সানরাইজার্স হায়দরাবাদ।
টুর্নামেন্টটিতে সব মিলিয়ে ১৮৪ ম্যাচে ৬২ ফিফটি ও ৪ সেঞ্চুরিতে ওয়ার্নারের রান ৬ হাজার ৫৬৫। তার চেয়ে বেশি রান আছে কেবল ভারতের তিন ব্যাটসম্যান রোহিত শার্মা, শিখার ধাওয়ান ও ভিরাট কোহলির।
আইপিএলে ওয়ার্নার পাঁচশ রানের সীমানা ছাড়িয়েছেন ভিন্ন সাত আসরে। কোহলির সঙ্গে যৌথভাবে যা রেকর্ড। তবে গত আসরে দিল্লি ক্যাপিটালসের হয়ে ৮ ম্যাচে তিনি করেন কেবল ১৬৮ রান।
গত জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দেন ওয়ার্নার। সবশেষ তাকে প্রতিযোগিতামূলক ক্রিকেটে দেখা গেছে গত অগাস্টে। ১০ ওভারের প্রতিযোগিতা ম্যাক্সসিক্সটিন ক্যারিবিয়ানে বোকা র্যাটন ট্রেইলব্লেজার্সের হয়ে ৯ ম্যাচে ২৯৭ রান করে টুর্নামেন্টের সর্বোচ্চ স্কোরার ছিলেন তিনি। ফিফটি করেছিলেন শেষ দুই ম্যাচে।
বয়স তার ৩৮ ছাড়িয়েছে। সব মিলিয়েই হয়তো তিনি দল পেলেন না নিলামে। পরবর্তীতে কারও বদলি হিসেবে সুযোগ পেলেই কেবল আইপিএলে খেলতে দেখা যাবে তাকে।
আইপিএলের আরেক নিয়মিত মুখ নিউ জিল্যান্ডের কেন উইলিয়ামসনও এবার দল পাননি নিলামে। বিদেশি ক্রিকেটারদের মধ্যে দল না পাওয়া উল্লেখযোগ্য নামগুলোর মধ্যে আরও আছেন জনি বেয়ারস্টো, ড্যারিল মিচেল, মুজিব উর রাহমান, স্টিভেন স্মিথ, নাভিন উল হাক, ডেওয়াল্ড ব্রেভিস।
বাংলাদেশের কোনো ক্রিকেটারও দল পাননি এবারের নিলামে।
ভারতীয়দের মধ্যে দল পাননি পৃথ্বী শ, শার্দুল ঠাকুর, সারফারাজ খানের মতো ক্রিকেটাররা। সারফারাজ না পেলেও তার ছোট ভাই মুশির খানকে নিয়েছে পাঞ্জাব কিংস।
কিংবদন্তি সাচিন টেন্ডুলকারের ছেলে অর্জন টেন্ডুলকার প্রথম দফায় অবিক্রিত থাকলেও পরে তাকে ভিত্তি মূল্য ৩০ লাখ রুপিতে দলে নেয় মুম্বাই ইন্ডিয়ান্স।