বাংলাদেশ ক্রিকেট
তামিম ইকবালকে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরাতে অনেক চেষ্টা করেছেন নাজমুল হোসেন শান্ত, শেষ পর্যন্ত তামিম না ফিরলেও তার সিদ্ধান্তের প্রতি সম্মান জানাচ্ছেন অধিনায়ক।
Published : 11 Jan 2025, 06:07 PM
তামিম ইকবালকে ফেরাতে চেষ্টার কমতি ছিল না নাজমুল হোসেন শান্তর। অভিজ্ঞ ওপেনারকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে পেতে অনেকটা মরিয়া ছিলেন বাংলাদশ অধিনায়ক। শেষ পর্যন্ত যখন তামিম ফিরলেন না, তার সেই সিদ্ধান্তকেও সম্মান জানাচ্ছেন তিনি। পূর্বসূরীর বিদায়ে আবেগময় বার্তায় শ্রদ্ধার্ঘ্য দিয়েছেন অধিনায়ক।
নির্বাচকদের সঙ্গে তামিমের বৈঠকের আগেই তার সঙ্গে কথা বলেন শান্ত। এবারই প্রথম নয়, আগেও ফেরার ব্যাপারে তার সঙ্গে আলোচনা করেছিলেন অধিনায়ক।
শেষ পর্যন্ত শান্তর আশা পূরণ হয়নি এখানে। তামিম বিদায়ী বার্তায় আলাদা করেই কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অধিনায়কের প্রতি। শান্ত নিজেও সিদ্ধান্তের গভীরে আর না গিয়ে সামাজিক মাধ্যমে জানালেন মুগ্ধতার কথা।
“আপনার নেওয়া সিদ্ধান্তকে আমি আন্তরিকভাবে স্বাগত জানাই। ২০১৬ সালে আবাহনীর হয়ে প্রথমবার আপনার সঙ্গে ড্রেসিং রুম শেয়ার করা থেকে শুরু করে জাতীয় দলে একসঙ্গে খেলার সুযোগ, আপনার কাছ থেকে শিখেছি অসংখ্য কিছু। আপনার ক্রিকেটীয় মেধা, সহ-খেলোয়াড়দের প্রতি আপনার যত্নশীলতা ও উদারতা আমাকে বারবার মুগ্ধ করেছে।”
২০১৭ সালে শান্তর আন্তর্জাতিক ক্রিকেট অভিষেক তামিমের নেতৃত্বে। পরে তামিমের নেতৃত্বে তিনি খেলেছেন ১৮টি ওয়ানডে। একসঙ্গে খেলেছেন আরও কিছু ম্যাচ। মাঠের ভেতরে-বাইরে একসঙ্গে কেটেছে সময়। ড্রেসিং রুমে তামিমের শূন্যতা তিনি অনুভব করবেন।
“আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিতে অবশ্যই আপনাকে ভাবতে হয়েছে এবং সেটিকে আমি শ্রদ্ধা জানাই। তবে ড্রেসিং রুমে এবং ২২ গজে আপনার সঙ্গ আমরা ভীষণভাবে মিস করব।”
“আমি গর্বিত যে এমন এক কিংবদন্তি ব্যাটারের সঙ্গে ড্রেসিং রুম ভাগ করে নেওয়ার সুযোগ পেয়েছি এবং জাতীয় দলে আপনার সঙ্গে খেলতে পেরেছি। দোয়া করি, আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায়ের সময়গুলো আনন্দময় হোক। ভালো থাকবেন, তামিম ভাই।”