টি-টোয়েন্টি বিশ্বকাপ
টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশিবার ম্যাচ সেরা হওয়ার রেকর্ড এখন যৌথভাবে ভারতের দুই ব্যাটসম্যানের।
Published : 21 Jun 2024, 01:44 AM
চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যাট হাতে শুরুটা মোটেও ভালো ছিল না সুরিয়াকুমার ইয়াদাভের। প্রথম দুই ম্যাচেই আউট হন দুই অঙ্ক ছোঁয়ার আগে। পরের দুই ম্যাচে তিনি করলেন টানা দুটি ফিফটি। যার সবশেষটি তাকে এনে দিল ম্যাচ সেরার স্বীকৃতি। তার নাম উঠে গেল রেকর্ড বইয়ে।
বারবাডোজের মন্থর উইকেটে বৃহস্পতিবার চার নম্বরে ব্যাটিংয়ে নেমে ২৮ বলে ৫৩ রানের ইনিংস খেলেন সুরিয়াকুমার। টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের শীর্ষ ব্যাটসম্যানের ইনিংসটি গড়া ৫ চার ও ৩ ছক্কায়।
তার চমৎকার ইনিংসে ১৮১ রানের পুঁজি গড়ে ভারত। পরে জাসপ্রিত বুমরাহর দুর্দান্ত বোলিংয়ে আফগানিস্তানকে ১৩৪ রানে গুটিয়ে ৪৭ রানের জয়ে সুপার এইটে পথচলা শুরু করে সাবেক চ্যাম্পিয়নরা।
বুমরাহ ৪ ওভারে একটি মেডেনে স্রেফ ৭ রান দিয়ে ৩ উইকেট নিলেও ম্যাচ সেরার পুরস্কার ওঠে সুরিয়াকুমারের হাতে। তার হাতে পুরস্কার তুলে দেন পাকিস্তানের কিংবদন্তি পেসার ও ধারাভাষ্যকার ওয়াসিম আকরাম।
এই সংস্করণে ১৫ বার ম্যাচ সেরা হলেন সুরিয়াকুমার, যা সর্বোচ্চ। তিনি স্পর্শ করলেন স্বদেশি ভিরাট কোহলির রেকর্ড। কোহলি ১৫ বার সেরার স্বীকৃতি পান ১২১ ম্যাচে। তাকে সুরিয়াকুমার ছুঁয়ে ফেললেন ৬৪ ম্যাচ খেলেই।
১৪ বার করে এই স্বাদ পেয়েছেন মালয়েশিয়ার ভিরানদিপ সিং, জিম্বাবুয়ের সিকান্দার রাজা ও আফগানিস্তানের মোহাম্মদ নবি। ১৩ বার পেয়েছেন ভারত অধিনায়ক রোহিত শার্মা। পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান, অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার ও বাংলাদেশের সাকিব আল হাসান ১২ বার করে।