শ্রীলঙ্কা ক্রিকেট
টুর্নামেন্ট শুরুর পরদিন গ্রেফতার হলেন গল মার্ভেলসের মালিক প্রেম ঠাকুর।
Published : 13 Dec 2024, 07:43 PM
শ্রীলঙ্কা টি-টেন টুর্নামেন্টের দল গল মার্ভেলসের মালিক প্রেম ঠাকুরকে গ্রেপ্তার করেছে দেশটির ক্রীড়া পুলিশ। সাকিব আল হাসান, অ্যালেক্স হেলস, আন্দ্রে ফ্লেচার, কেসরিক উইলিয়ামসদের দলের মালিকের বিপক্ষে অভিযোগ ম্যাচ পাতানোর।
টুর্নামেন্ট শুরুর পরদিন বৃহস্পতিবার ঠাকুরকে গ্রেপ্তার করে শুক্রবার কলম্বোর ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়েছে। আগামী সোমবার পর্যন্ত ভারতীয় এই নাগরিককে রিমান্ডে পেয়েছে পুলিশ।
ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোকে শ্রীলঙ্কা পুলিশ জানিয়েছে, ২০১৯ সালের ক্রীড়া অপরাধ প্রতিরোধ আইনে গ্রেপ্তার করা হয়েছে ঠাকুরকে।
টি-টেন টুর্নামেন্ট চলছে শ্রীলঙ্কার ক্যান্ডিতে, সেখানেই একটা হোটেল থেকে ঠাকুরকে আটক করে পুলিশ। ইএসপিনক্রিকইনফো জানিয়েছে, বিদেশি একজন ক্রিকেটার গল মার্ভেলস মালিকের বিরুদ্ধে ম্যাচ পাতানোর প্রস্তাবের ব্যাপারে অভিযোগ এনেছিলেন।
চলতি বছর এ নিয়ে দুটি ফ্র্যাঞ্চাইজি দলের মালিক শ্রীলঙ্কায় গ্রেপ্তার হলেন। এর আগে লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) দল ডাম্বুলা থান্ডার্সের সহ-মালিক তামিম রহমানকে গ্রেপ্তার করেছিল পুলিশ।
দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে ম্যাচ পাতানোকে অপরাধ হিসেবে আইনের আওতায় এনেছে শ্রীলঙ্কা। এতে জরিমানাসহ সর্বোচ্চ ১০ বছরের জেলের বিধান রাখা হয়েছে।
ঠাকুরের ব্যাপারে এখনও মন্তব্য করেনি শ্রীলঙ্কা ক্রিকেট। তাদের অনুরোধেই এলপিএলের মতো আইসিসির দুর্নীতি বিরোধী ইউনিটের একজন প্রতিনিধি টি-টেন টুর্নামেন্ট পর্যবেক্ষণ করছে।
লঙ্কা টি-টেন টুর্নামেন্ট পরিচালক সামান্থা ডুডানওয়েলা জানিয়েছেন, সূচি অনুযায়ী এগিয়ে যাবে টুর্নামেন্ট। শ্রীলঙ্কায় প্রথমবার হচ্ছে ১০ ওভারের ক্রিকেটের এই প্রতিযোগিতা।