ভারত-ইংল্যান্ড সিরিজ
ক্যারিয়ারের ৫০তম ওয়ানডের মাইলফলক দারুণ সেঞ্চুরিতে রাঙালেন ভারতের সহ-অধিনায়ক।
Published : 12 Feb 2025, 06:30 PM
প্রথম ম্যাচে আউট ৮৭ রানে, পরেরটিতে ৬০। সম্ভাবনা জাগিয়ে সেঞ্চুরি না পাওয়ার সেই আক্ষেপ তৃতীয় ম্যাচে মেটালেন শুবমান গিল। ক্যারিয়ারের ৫০তম ওয়ানডেতে দারুণ সেঞ্চুরিতে ভারতীয় ওপেনার জায়গা করে নিলেন রেকর্ড বইয়ের পাতায়।
আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বুধবার ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ১০২ বলে ১১২ রানের ইনিংস খেলেছেন গিল। ভারতের সহ-অধিনায়কের ইনিংসটি সাজানো ১৪ চার ও ৩ ছক্কায়।
এই মাঠে আন্তর্জাতিক ক্রিকেটের তিন সংস্করণেই সেঞ্চুরির স্বাদ পেলেন গিল। ২০২৩ সালের ফেব্রুয়ারিতে অপরাজিত ১২৬ রানের ইনিংস খেলেছিলেন তিনি নিউ জিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতে। এখানে ভারতের হয়ে এই সংস্করণে তার খেলা ম্যাচ ওই একটিই। একই বছরের মার্চে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে করেছিলেন ১২৮।
এই মাঠে আইপিএলেও তিনটি সেঞ্চুরি আছে তার গুজরাট টাইটান্সের হয়ে। দলটির অধিনায়ক তিনি। আহমেদাবাদ গুজরাটের ঘরের মাঠ, গিলের খুব চেনা।
কোনো একটি নির্দিষ্ট মাঠে আন্তর্জাতিক ক্রিকেটের তিন সংস্করণেই সেঞ্চুরি করা পঞ্চম ক্রিকেটার তিনি। অ্যাডিলেইড ওভালে অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার, করাচির জাতীয় স্টেডিয়ামে পাকিস্তানের বাবর আজম, সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক, জোহানেসবার্গের নিউ ওয়ান্ডারার্সে একই দেশের ফাফ দু প্লেসির এই কীর্তি আছে।
ওয়ানডেতে ২ হাজার ৪৭৫ রান নিয়ে এই ম্যাচে ব্যাটিংয়ে নেমেছিলেন গিল। এই সংস্করণে দ্রুততম আড়াই হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন তিনি। এজন্য তার লেগেছে ৫০ ইনিংস। ৫১ ইনিংস লেগেছিল দক্ষিণ আফ্রিকার হাশিম আমলার।
এই সংস্করণে ক্যারিয়ারের প্রথম ৫০ ইনিংসে সবচেয়ে বেশি রানও এখন গিলের। এখানেও তিনি পেছনে ফেলেছেন আমলাকে। প্রথম ৫০ ইনিংসে আমলা করেছিলেন ২ হাজার ৪৮৬ রান। গিলের রান এখন ২ হাজার ৫৮৭।
প্রথম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে ক্যারিয়ারের ৫০তম ওয়ানডেতে সেঞ্চুরির স্বাদ পেলেন তিনি। সব মিলিয়ে তার সপ্তম ওয়ানডে সেঞ্চুরি এটি। তার চেয়ে কম ইনিংসে ভারতের হয়ে সাত সেঞ্চুরি করতে পারেননি আর কেউ। এর আগে সবচেয়ে কম ৫৪ ইনিংস লেগেছিল শিখার ধাওয়ানের।
গিলের সেঞ্চুরি, ভিরাট কোহলি ও শ্রেয়াস আইয়ারের ফিফটিতে ৫০ ওভারে ভারত করেছে ৩৫৬ রান।