বোর্ডার-গাভাস্কার ট্রফি
গোলাপি বলের টেস্টে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ৫ উইকেট ১২৮ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করেছে ভারত।
Published : 07 Dec 2024, 06:00 PM
ট্রাভিস হেডের জন্ম, বেড়ে ওঠা, ক্রিকেটের আঙিনায় পথচলার শুরু- সবই অ্যাডিলেইডে। ঘরের মাঠের দর্শকদের উল্লাসে মাতিয়ে ব্যাট হাতে চমৎকার এক ইনিংস উপহার দিলেন তিনি। তার ওয়ানডে ঘরানার সেঞ্চুরিতে দেড়শ ছাড়ানো লিড পেল অস্ট্রেলিয়া। পরে পেসারদের দারুণ বোলিংয়ে ভারতকে চেপে ধরল স্বাগতিকরা।
বোর্ডার-গাভাস্কার ট্রফিতে দিন-রাতের টেস্টে শনিবার অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস থামে ৩৩৭ রানে। ভারতকে প্রথম ইনিংসে ১৮০ রানে গুটিয়ে দেওয়া দলটি পায় ১৫৭ রানের লিড।
দ্বিতীয়বার ব্যাটিংয়ে নেমেও স্বস্তিতে নেই ভারত। প্যাট কামিন্স, স্কট বোল্যান্ড ও মিচেল স্টার্কের ছোবলে ৫ উইকেটে ১২৮ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করেছে তারা। এখনও পিছিয়ে আছে ২৯ রানে।
দুটি করে উইকেট নেন কামিন্স ও বোল্যান্ড। প্রথম ইনিংসে ৬ শিকার ধরা স্টার্কের এখন পর্যন্ত প্রাপ্তি একটি।
অস্ট্রেলিয়াকে লিড এনে দেওয়ার কারিগর হেড করেন ১৪০ রান। এই বাঁহাতি ব্যাটসম্যানের ১৪১ বলের ইনিংসটি গড়া ৪ ছক্কা ও ১৭ চারে। টেস্টে এটি তার অষ্টম সেঞ্চুরি। আর ঘরের মাঠ অ্যাডিলেইড ওভালে তৃতীয়। ক্যারিয়ার সেরা ১৭৫ রানের ইনিংসটিও খেলেছেন তিনি এই মাঠে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।
গোলাপি বলে এনিয়ে তৃতীয়বার তিন অঙ্কের উষ্ণ ছোঁয়া পেলেন হেড। দিবা-রাত্রির টেস্টে তার চেয়ে বেশি সেঞ্চুরি আছে কেবল মার্নাস লাবুশেনের, চারটি। এই ম্যাচেও আলো ছড়িয়ে ৯ চারে ৬৪ রান করেন অস্ট্রেলিয়ার টপ অর্ডার ব্যাটসম্যান।
১০৫ রানে ৫ উইকেট হারিয়ে ভীষণ চাপে পড়া ভারতকে টানছেন রিশাভ পান্ত ও নিতিশ কুমার রেড্ডি। পাল্টা আক্রমণে ৫ চারে ২৫ বলে ২৮ রানে অপরাজিত আছেন পান্ত। নিতিশ খেলছেন ৩ চারে ১৪ বলে ১৫ রানে।
১ উইকেটে ৮২ রান নিয়ে খেলতে নেমে দিনের চতুর্থ ওভারেই ন্যাথান ম্যাকসুয়েনিকে হারায় অস্ট্রেলিয়া। আগের দিনের ৩৮ রানের সঙ্গে স্রেফ ১ রান যোগ করে জাসপ্রিত বুমরাহর বলে কট বিহাইন্ড হন তরুণ ওপেনার।
ব্যর্থতার শেকল ভাঙতে পারেননি স্টিভেন স্মিথ। বুমরাহর বলে ২ রানে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন তিনিও। এনিয়ে টানা সাত ইনিংসে পঞ্চাশ নেই তার, যেখানে চারটিতেই আউট হয়েছেন দুই অঙ্ক ছোঁয়ার আগে।
ক্রিজে নেমে মুখোমুখি তৃতীয় বলে চার মেরে রানের খাতা খোলেন হেড। তাকে নিয়ে দলের রান বাড়াতে থাকেন ফর্ম খরায় সমালোচনার তিরে বিদ্ধ লাবুশেন। ২০ রানে দিন শুরু করা ডানহাতি ব্যাটসম্যান ফিফটি স্পর্শ করেন ১১৪ বলে। টেস্টে সবশেষ ১১ ইনিংসে এটি তার দ্বিতীয় ফিফটি।
নিতিশের বলে গালিতে ইয়াশাসভি জয়সওয়ালের চমৎকার ক্যাচে বিদায় নেন লাবুশেন। ভাঙে ৬৫ রানের জুটি। বিরতির আগের ওভারে মোহাম্মদ সিরাজকে চার মেরে পঞ্চাশে পা রাখেন হেড।
আম্পায়ারের ভুল সিদ্ধান্ত ও নিজের দোষে উইকেট হারান মিচেল মার্শ। রাভিচান্দ্রান অশ্বিনের বলে কট বিহাইন্ডের আবেদনে আম্পায়ার আঙুল তুলে দেন। রিভিউ না নিয়ে ড্রেসিং রুমে ফিরে যান মার্শ। পরে রিপ্লেতে দেখা যায়, বল ব্যাটে লাগেনি, ব্যাট লেগেছে তার প্যাডে।
কিছুক্ষণ পর ৭৬ রানে অশ্বিনের বলে জীবন পান হেড। মিড অন থেকে লং অনের দিকে উল্টো দৌড়ে কঠিন ক্যাচ মুঠোয় জমাতে পারেননি সিরাজ। এরপর আগ্রাসী ব্যাটিংয়ে দ্রুত রান বাড়ান হেড। হার্শিত রানার পরপর দুই ওভারে দুটি করে চার মেরে পৌঁছে যান শতকের কাছে।
অশ্বিনের বলে সিঙ্গেল নিয়ে পা রাখেন তিন অঙ্কে, ১১১ বলে। দিবা-রাত্রির টেস্টে যা দ্রুততম। ঘরের ছেলেকে দাঁড়িয়ে অভিবাদন জানায় দর্শকরা। গ্যালারিতে এদিন উপস্থিত ছিলেন তার সন্তান ও স্ত্রী।
কয়েক ওভার পর বিদায় নেন অ্যালেক্স কেয়ারি (১৫)। তার সঙ্গে ৭৪ রানের জুটিতে হেডের রানই ছিল ৫৮। হেডের ইনিংস থামে সিরাজের লো ফুলটস বলে বোল্ড হয়ে। এরপর বেশিদূর এগোয়নি অস্ট্রেলিয়ার ইনিংস।
পিছিয়ে থেকে ব্যাটিংয়ে নামা ভারত চতুর্থ ওভারে হারায় লোকেশ রাহুলকে। কামিন্সের শর্ট বলে পুল করে কট বিহাইন্ড হন তিনি। নবম ওভারে আক্রমণে এসেই জয়সওয়ালকে ফেরান বোল্যান্ড। চমৎকার এক ডেলিভারিতে এই পেসার বিদায় করেন কোহলিকেও। দুইজনই হন কট বিহাইন্ড।
দ্বিতীয় স্পেলে বোলিংয়ে এসে শুবমান গিলের (৩ চারে ২৮) স্টাম্প ভেঙে দেন স্টার্ক। এক বল পর রোহিত শার্মাকে এলবিডব্লিউ দেন আম্পায়ার। কিন্তু ‘ওভারস্টেপ’ করেছিলেন স্টার্ক। অবশ্য বলটি লেগেছিল রোহিতের ব্যাটে। ভারত অধিনায়ককে দুই ওভার পর চোখধাঁধানো এক ডেলিভারিতে বোল্ড করে দেন কামিন্স।
পান্ত নেমেই দ্রুত রান বাড়ানোয় মনোযোগ দেন। তাকে সঙ্গ দিচ্ছেন নিতিশ। দুইজনের অবিচ্ছিন্ন জুটি ২৩ রানের।
সংক্ষিপ্ত স্কোর:
ভারত ১ম ইনিংস: ১৮০
অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ৮৭.৩ ওভারে ৩৩৭ (আগের দিন ৮৬/১) (ম্যাকসুয়েনি ৩৯, লাবুশেন ৬৪, স্মিথ ২, হেড ১৪০, মার্শ ৯, কেয়ারি ১৫, কামিন্স ১২, স্টার্ক ১৮, লায়ন ৪*, বোল্যান্ড ০; বুমরাহ ২৩-৫-৬১-৪, সিরাজ ২৪.৩-৫-৯৮-৪, হার্শিত ১৬-২-৮৬-০, নিতিশ ৬-২-২৫-১, অশ্বিন ১৮-৪-৫৩-১)
ভারত ২য় ইনিংস: ২৪ ওভারে ১২৮/৫ (জয়সওয়াল ২৫, রাহুল ৭, গিল ২৮, কোহলি ১১, পান্ত ২৮*, রোহিত ৬, নিতিশ ১৫*; স্টার্ক ৯-০-৪৯-১, কামিন্স ৮-০-৩৩-২, বোল্যান্ড ৭-০-৩৯-২)