ভারত-ইংল্যান্ড সিরিজ
একের পর এক ম্যাচে ব্যর্থতার অধ্যায় পেছনে ফেলে অবশেষে বড় ইনিংসের দেখা পেলেন ভারত অধিনায়ক।
Published : 09 Feb 2025, 09:06 PM
তখন ৯৬ রানে ব্যাটিংয়ে রোহিত শার্মা। গ্যালারি থেকে ভেসে আসছিল ‘রোহিত’, ‘রোহিত’ চিৎকার। লেগ স্পিনার আদিল রাশিদকে বেরিয়ে এসে লং অফের ওপর দিয়ে ছক্কায় উড়িয়ে কাঙ্ক্ষিত মাইলফলকে পৌঁছলেন ভারত অধিনায়ক। উইকেটের সঙ্গী শ্রেয়াস আইয়ারকে আলিঙ্গনে বাধার পর ব্যাট উঁচিয়ে দর্শকদের অভিবাদনের জবাব দিলেন তিনি, তাকালেন আকাশ পানে। সেখানে মিশে থাকার কথা বড় স্বস্তিও।
একের পর এক ম্যাচে ব্যর্থতায় দেয়ালে ঠেকে গিয়েছিল পিঠ। চার দিকে বইছিল সমালোচনার স্রোত। ভবিষ্যৎ নিয়ে উঠছিল প্রশ্ন। দুঃসময়ের অধ্যায় পেরিয়ে অবশেষে বড় ইনিংসের দেখা পেলেন রোহিত, উপহার দিলেন দুর্দান্ত সেঞ্চুরি।
কটকে রোববার ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে রান তাড়ায় ৭ ছক্কা ও ৯ চারে ৭৬ বলে সেঞ্চুরি স্পর্শ করেন রোহিত। এই সংস্করণে তার দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি এটি। ২০২৩ সালের অক্টোবরে বিশ্বকাপের ম্যাচে দিল্লিতে আফগানিস্তানের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন ৬৩ বলে।
ওই ম্যাচের পর এই প্রথম তিন অঙ্কের দেখা পেলেন তিনি ওয়ানডেতে। ২০২৪ সালের মার্চের পর প্রথমবার আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরির স্বাদ পেলেন। আন্তর্জাতিক ক্রিকেটে সবশেষ ১২ ইনিংসে তার প্রথম পঞ্চাশ ছোঁয়া ইনিংস এটি।
ওয়ানডেতে সর্বোচ্চ ছক্কার রেকর্ডের তালিকায় ক্রিস গেইলকে ছাড়িয়ে এককভাবে দুই নম্বরে উঠে গেছেন তিনি। তার ওপরে আছেন কেবল শাহিদ আফ্রিদি।
এই তালিকায় গেইলের সঙ্গে যৌথভাবে দুইয়ে থেকে ম্যাচটি খেলতে নামেন রোহিত। ৩০৫ রানের লক্ষ্য তাড়ায় দ্বিতীয় ওভারে গাস অ্যাটকিনসনকে ছক্কায় উড়িয়ে ক্যারিবিয়ান তারকাকে ছাড়িয়ে যান তিনি। পরের ওভারে আরেকটি ছক্কা মারেন সাকিব মাহমুদকে।
৪টি করে চার ও ছক্কায় স্রেফ ৩০ বলে পঞ্চাশে পা রাখেন তিনি। তার সঙ্গে ১৩৬ রানের উদ্বোধনী জুটি গড়ে শুবমান গিল (৫২ বলে ৬০) বিদায় নেওয়ার পর দ্রুত ফেরেন ভিরাট কোহলি। শ্রেয়াসের সঙ্গে জুটি বেঁধে ৩২তম ওয়ানডে সেঞ্চুরির ঠিকানায় পৌঁছে যান রোহিত।
এরপর আর বেশিদূর যেতে পারেননি। ৭ ছক্কা ও ১২ চারে ৯০ বলে ১১৯ রান করে বিদায় নেন ৩৭ বছর বয়সী ব্যাটসম্যান।
২৫৯ ইনিংসে রোহিতের মোট ছক্কা এখন ৩৩৮টি। ৩৬৯ ইনিংসে ৩৫১ ছক্কা নিয়ে চূড়ায় আফ্রিদি। ২৯৪ ইনিংসে ৩৩১ ছক্কা নিয়ে তিনে নেমে গেছেন গেইল। এই তিন জন ছাড়া ওয়ানডেতে তিনশ ছক্কা নেই আর কারও।
আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের হয়ে সবচেয়ে বেশি সেঞ্চুরির তালিকায় রাহুল দ্রাবিড়কে (৪৮) ছাড়িয়ে এককভাবে তিনে উঠেছেন রোহিত (৪৯)। ওপরে আছেন কোহলি (৮১ ) ও সাচিন টেন্ডুলকার (১০০)।
দেশের মাটিতে বাংলাদেশ ও নিউ জিল্যান্ডের বিপক্ষে এবং অস্ট্রেলিয়া সফরে টেস্ট সিরিজে ব্যর্থতার পর রাঞ্জি ট্রফিতে ফিরেও রানের দেখা পাননি রোহিত। এরপর ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে আউট হয়ে যান ২ রান করেই। এবার সেঞ্চুরি করে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে স্বরূপে ফিরলেন তিনি।