ভারত-নিউ জিল্যান্ড সিরিজ
পঞ্চম দিন প্রথম সেশনে বেঙ্গালুরু টেস্ট জিতে নিয়েছে সফরকারীরা।
Published : 20 Oct 2024, 02:42 PM
প্রথম দিনে দুর্দান্ত বোলিংয়ে যে সম্ভাবনা জাগিয়েছিল নিউ জিল্যান্ড, শেষ দিন সেটিকে তারা দিল পূর্ণতা। দীর্ঘ ৩৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ভারতের বিপক্ষে তাদেরই মাটিতে টেস্ট জিতল তাসমান সাগর পারের দেশটি।
পঞ্চম ও শেষ দিনে আনুষ্ঠানিকতা সারতে বেশি সময় নেয়নি নিউ জিল্যান্ড। প্রথম সেশনেই পেরিয়ে যায় ১০৭ রানের লক্ষ্য। পায় ৮ উইকেটের জয়।
এবারের আগে ১৯৮৮ সালে ভারতে সবশেষ টেস্ট জিতেছিল নিউ জিল্যান্ড। এরপর কয়েকবার ড্র করলেও অপেক্ষার প্রহর কেবল দীর্ঘই হচ্ছিল। এই সফরের আগে শ্রীলঙ্কায় হোয়াইটওয়াশড হয়ে আসা দলটিকে নিয়ে বাজি ধরার লোকও খুব একটা ছিল না। কিন্তু প্রথম দিন স্রেফ ৪৬ রানে ভারতের প্রথম ইনিংসে গুটিয়ে দিয়ে শুরুটা দুর্দান্ত করে তারা। দ্বিতীয় ইনিংসে ভারতের দারুণ লড়াই সামলে জয়ে রাঙাল প্রথম টেস্ট।
পুনেতে সিরিজ জয়ের লক্ষ্যে মাঠে নামবে সফরকারীরা। তিন ম্যাচ সিরিজের দ্বিতীয়টি শুরু হবে আগামী বৃহস্পতিবার।
ছোট পুঁজি নিয়ে রোববার নিজেকে নিংড়ে দিয়েই লড়াই করেন জাসপ্রিত বুমরাহ। ফিল্ডারদেরও চেষ্টার কমতি ছিল না। কিন্তু নিউ জিল্যান্ডকে ঠেকাতে তা যথেষ্ট ছিল না।
শূন্য রানে অধিনায়ক টম ল্যাথামকে এলবিডব্লিউ করে দেন বুমরাহ। সাত ওভারের টানা স্পেলে আরেক ওপেনার ডেভন কনওয়েকেও ফেরান তিনি।
উইকেট পড়তে ভুল করার চড়া মাশুলই শেষ পর্যন্ত দিতে হয় স্বাগতিকদের। তৃতীয় কোনো পেসার না থাকায় আক্রমণে আনতে হয় স্পিনারদের। তাদের উপর চড়াও হয়ে প্রথম সেশনেই দলকে জয়ের বন্দরে নিয়ে যান উইল ইয়াং ও রাচিন রাভিন্দ্রা।
৭৬ বলে এক ছক্কা ও সাত চারে ৪৮ রানের দায়িত্বশীল ইনিংস খেলেন ইয়াং। ক্রিজে গিয়ে তিন বলের মধ্যে বুমরাহকে দুটি চার মারা রাচিন আক্রমণাত্মক ব্যাটিংয়ে ৪৬ বলে করেন ৩৯ রান। প্রথম ইনিংসে ১৩৪ রান করা মিডল অর্ডার ব্যাটসম্যান জেতেন ম্যাচ সেরার পুরস্কার।
সংক্ষিপ্ত স্কোর:
ভারত ১ম ইনিংস: ৪৬
নিউ জিল্যান্ড ১ম ইনিংস: ৪০২
ভারত ২য় ইনিংস: ৯৯.৩ ওভারে ৪৬২ (আগের দিন ২৩১/৩) (সারফারাজ ১৫০, পান্ত ৯৯, রাহুল ১২, জাদেজা ৫, অশ্বিন ১৫, কুলদিপ ৬*, বুমরাহ ০, সিরাজ ০; সাউদি ১৫-২-৫৩-১, হেনরি ২৪.৩-৩-১০২-৩, ও'রোক ২১-৪-৯২-৩, এজাজ ১৮-৩-১০০-২, ফিলিপ্স ১৫-২-৬৯-১, রাভিন্দ্রা ৬-০-৩০-০)
নিউ জিল্যান্ড ২য় ইনিংস: (লক্ষ্য ১০৭) ২৭.৪ ওভারে ১১০/২ (ল্যাথাম ০, কনওয়ে ১৭, ইয়াং ৪৮*, রাচিন ৩৯*; বুমরাহ ৮-১-২৯-২, সিরাজ ৭-৩-১৬-০, জাদেজা ৭.৪-১-২৮-০, কুলদিপ ৩-০-২৬-০, অশ্বিন ২-০-৬-০)
ফল: নিউ জিল্যান্ড ৮ উইকেটে জয়ী
সিরিজ: ৩ ম্যাচের সিরিজে নিউ জিল্যান্ড ১-০তে এগিয়ে
ম্যান অব দা ম্যাচ: রাচিন রাভিন্দ্রা