একই দিনে বিয়ে করেছেন আফগান তারকার অন্য তিন ভাইও।
Published : 04 Oct 2024, 04:10 PM
আফগানিস্তান ক্রিকেটের পোস্টার বয় রাশিদ খানের বিয়ে নিয়ে ছিল প্রবল আগ্রহ ও কৌতূহল। তিন ভাইকে সঙ্গে নিয়ে একই দিনে বিয়ে সারলেন তারকা এই লেগ স্পিনার।
কাবুলে বৃহস্পতিবার ইম্পেরিয়াল কন্টিনেন্টাল হোটেলে জাকজমকপূর্ণভাবে হয় রাশিদ ও তার ভাই আমির খলিল, জাকিউল্লাহ ও রাজা খানের বিয়ের অনুষ্ঠান।
২৬ বছর বয়সী রাশিদের বিয়ের ছবি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাশিদের সতীর্থ মোহাম্মদ নাবি, মুজিব উর রাহমান, আজমাতউল্লাহ ওমারজাই, নাজিবউল্লাহ জাদরান, রেহমত শাহ, ফজলহক ফারুকিরা।
শুধু তাই নয়, আফগান ক্রিকেটের সবচেয়ে বড় নক্ষত্রকে শুভকামনা জানাতে আসেন দেশটির ক্রিকেট বোর্ডের (এসিবি) চেয়ারম্যান মিরওয়াইজ আশরাফসহ আরও অনেকে।
রশিদ ও তাঁর ভাইদের সঙ্গে তোলা একাধিক ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন আফগান তারকা অলরাউন্ডার নাবি। সেখানে তিনি লিখেছেন, “বিয়ে উপলক্ষে তোমাকে অভিনন্দন, ওয়ান অ্যান্ড ওনলি কিং খান, রাশিদ খান। সারা জীবন ভালোবাসা, সুখ ও সাফল্যমণ্ডিত ভবিষ্যৎ কামনা করি।”
আপাতত টেস্ট ক্রিকেট থেকে বিশ্রামে আছেন রাশিদ খান। তবে সীমিত ওভারের সংস্করণে খেলা চালিয়ে যাচ্ছেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে আফগানদের সর্বোচ্চ উইকেট শিকারী এই স্পিনার এবার জীবনের নতুন অধ্যায় শুরু করলেন।