ভারতীয় ক্রিকেট
গত আসরের মন্থর ওভার রেটের শাস্তি এবার ভোগ করতে হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্স অধিনায়ক হার্দিক পান্ডিয়াকে।
Published : 19 Mar 2025, 05:43 PM
গত আইপিএলে পাওয়া শাস্তিতে আসছে আসরের প্রথম ম্যাচে খেলতে পারবেন না হার্দিক পান্ডিয়া। নিয়মিত অধিনায়কের অনুপস্থিতিতে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে মুম্বাই ইন্ডিয়ান্সকে নেতৃত্ব দেবেন সুরিয়াকুমার ইয়াদাভ।
মুম্বাইয়ের প্রধান কোচ মাহেলা জায়াওয়ার্দেনে বুধবার সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করে বলেন, “আমাদের আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে যে, প্রথম ম্যাচে হার্দিক খেলতে পারবে না।”
২০২৪ আসরে লিগ পর্বের শেষ ম্যাচে লাক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে মন্থর ওভার রেটের কারণে শাস্তি পায় মুম্বাই। ওই আসরে আগে আরও দুই ম্যাচেও একই কারণে শাস্তি ভোগ করে তারা।
তিন ম্যাচে মন্থর ওভার রেটের কারণে আইপিএলের নিয়ম অনুযায়ী, অধিনায়ক পান্ডিয়াকে এক ম্যাচ নিষিদ্ধ করা হয়। একই সঙ্গে জরিমানা করা হয় ৩০ লাখ রুপি। নিষেধাজ্ঞার শাস্তি কার্যকর হচ্ছে এবার।
মন্থর ওভার-রেটের শাস্তি যে এবার ভোগ করতে হবে, জানতেন না পান্ডিয়া।
“এটা আমার নিয়ন্ত্রণের বাইরে। গত বছর যা ঘটেছে, তা খেলাধুলারই অংশ। আমরা শেষ ওভারটি দেড়-দুই মিনিট দেরিতে করেছিলাম। তখন এর পরিণতি জানতাম না। এটা দুর্ভাগ্যজনক, কিন্তু নিয়ম তাই বলে। আমাকে প্রক্রিয়ার সঙ্গে যেতে হবে। আগামী মৌসুমে তারা এটা (নিয়ম) অব্যাহত রাখবে কি রাখবে না, আমি মনে করি এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের ওপর নির্ভর করে। তারা নিশ্চয়ই দেখবে, কী করা যায়।”
“সুরিয়া ভারতকে (টি-টোয়েন্টিতে) নেতৃত্ব দেয়। যখন আমি দলে থাকি না, তখন এই সংস্করণের জন্য সে আদর্শ পছন্দ।”
আগামী শনিবার পর্দা উঠবে এবারের আইপিএলের। পরদিন নিজেদের প্রথম ম্যাচে চেন্নাইয়ের মুখোমুখি হবে মুম্বাই।