৯ বছরের বেশি সময় পর রাঞ্জি ট্রফিতে ফেরা রোহিত শার্মাকে প্রথম ইনিংসে ৩ রানে আউট করেন পেসার উমার নাজির মির।
Published : 24 Jan 2025, 01:46 PM
প্রথম শ্রেণির ক্রিকেটে প্রায় এক যুগের ক্যারিয়ার উমার নাজির মিরের। রাঞ্জি ট্রফির ছোট দল জাম্মু ও কাশ্মীরের বোলিং আক্রমণের বড় ভরসা তিনি। দীর্ঘ ক্যারিয়ারের স্মরণীয় এক উইকেটের স্বাদ পেলেন তিনি এবার। অভিজ্ঞ পেসার আউট করলেন জাতীয় দলের অধিনায়ক ও বিশ্ব ক্রিকেটের বড় তারকা রোহিত শার্মাকে। তার পরও তাকে দেখা গেল না উদযাপন করতে। তিনি নিজেও যে রোহিতের বড় ভক্ত!
মুম্বাইয়ের বিপক্ষে রাঞ্জি ট্রফির ম্যাচের প্রথম দিন বৃহস্পতিবার রোহিতের উইকেট শিকার করেন জাম্মু ও কাশ্মীরের পেসার উমার। এই ম্যাচ দিয়ে ৯ বছরের বেশি সময় পর দেশের প্রথম শ্রেণির ক্রিকেটে ফেরেন ভারতের টেস্ট অধিনায়ক। টেস্ট ক্রিকেটে রানের খরায় ভুগে তার এই প্রত্যাবর্তন। কিন্তু এখানেও তাকে ব্যর্থ হতে হয় উমারের সামনে।
অফ স্টাম্পের বাইরের লেংথ বল অন সাইডে খেলতে গিয়ে রোহিত মিড অফে ধরা পড়েন ১৯ বলে ৩ রান করে।
রোহিতের মতো তারকারা ভারতের প্রথম শ্রেণির ক্রিকেটে খেলেন না বা খেলার ফুরসত সেভাবে পান না। ঘরোয়া ক্রিকেটারদের জন্য তাই তাদের সঙ্গে খেলতে পারাই বড় ব্যাপার। তার উইকেট নেওয়া তো অনেকের কাছে স্বপ্নের মতো।
তার পরও বাঁধনহারা উদযাপনে মেতে ওঠেননি উমার। উইকেট শিকারের প্রাথমিক উচ্ছ্বাস তার ছিল। তবে খুব বেশি উদযাপন করেনি ৩১ বছর বয়সী পেসার। দিন শেষে সংবাদমাধ্যমের কাছে কারণ খোলাসা করলেন ৫৮টি প্রথম শ্রেণির ম্যাচ খেলা ক্রিকেটার।
“উইকেট নেওয়ার পর আমার প্রথম ভাবনা ছিল… উদযাপন করিনি রোহিত শার্মার একজন ভক্ত হিসেবে। তাকে আউট করলেও তো আমি জানি, তিনি আসলে কত বড়। আমি তার একজন বড় ভক্ত।”
“একজন আন্তর্জাতিক ক্রিকেটারের উইকেট নেওয়া সবসময়ই কাঙ্ক্ষিত কিছু। উইকেটেও কিছুটা সহায়তা ছিল, আমি চেষ্টা করেছি সঠিক জায়গায় বল রাখতে। আমাদের দলের জন্য এবং আমার জন্যও তার উইকেট ছিল গুরুত্বপূর্ণ।”
উমার ও ইউধবির সিং মিলে চারটি করে উইকেট নিয়ে ১২০ রানেই শেষ করে দেন মুম্বাইয়ের প্রথম ইনিংস। রোহিতের মতো ব্যর্থ হন ইয়াসাসভি জয়সওয়াল, শ্রেয়াস আইয়ার, আজিঙ্কা রাহানে, শিভাম দুবেরা। ৪৭ রানে ৭ উইকেট হারানো দল ওই পর্যন্ত যেতে পারে শার্দুল ঠাকুরের ফিফটিতে।
জাম্মু ও কাশ্মীর প্রথম ইনিংসে করতে পারে ২২০ রান।
দ্বিতীয় ইনিংসে শুক্রবার আগ্রাসী ব্যাটিংয়ে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন রোহিত। কিন্তু তিনটি ছক্কা ও দুটি চার মারার পর তার ইনিংস শেষ হয় ২৮ রানেই। এবার তাকে ফেরান ইউধবির সিং।
প্রথম ইনিংসে ৪ রানে আউট হওয়া জয়সওয়াল এবার করতে পারেন ২৬ রান। ৫৪ রানের উদ্বোধনী জুটির পরও শ্রেয়াস, দুবেদের হারিয়ে দ্বিতীয় ইনিংসে মুম্বাইয়ের রান দ্বিতীয় দিনের লাঞ্চ বিরতির সময় ৫ উইকেটে ৮৬।