চ্যাম্পিয়ন্স ট্রফি
কষ্ট পাওয়ার কোনো কারণই দেখেন না ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক।
Published : 21 Jan 2025, 10:30 PM
ভারতের ওয়ানডে দলে সুরিয়াকুমার ইয়াদাভের জায়গা হয় না এক বছরের বেশি ধরে। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির দলেও সুযোগ পাননি তিনি। দলে জায়গা না পেলে স্বাভাবিকভাবে খারাপ লাগার কথা যে কারো। তবে সুরিয়াকুমারের ভাবনা ভিন্ন। বৈশ্বিক আসরের দলে না থাকার দায় নিজেকেই দিচ্ছেন ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক।
২০২৩ ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে সবশেষ এই সংস্করণে ভারতের প্রতিনিধিত্ব করেন সুরিয়াকুমার। ওই আসরজুড়ে নিজের ছায়া হয়ে ছিলেন তিনি। ৭ ম্যাচ খেলে ফিফটি করতে পারেননি একটিও। ১৭.৬৬ গড়ে রান করেন মোটে ১০৬। এরপর আর ভারতের হয়ে ওয়ানডেতে খেলার সুযোগ আসেনি তার।
ওয়ানডেতে সুরিয়াকুমারের সামগ্রিক পারফরম্যান্সও খুব একটা ভালো নয়। এই সংস্করণে ৩৭ ম্যাচ খেলে তার গড় কেবল ২৫.৭৬। সেঞ্চুরি নেই একটিও। ৪ ফিফটিতে নামের পাশে রান ৭৭৩।
টি-টোয়েন্টিতে অবশ্য দারুণ ধারাবাহিক বিধ্বংসী ব্যাটসম্যান সুরিয়াকুমার। রোহিত শার্মা আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় জানানোর পর তাই তার কাঁধেই নেতৃত্বভার তুলে দেয় ভারত।
সুরিয়াকুমারের অধিনায়কত্বে বুধবার ইংল্যান্ডের বিপক্ষে শুরু হবে ভারতের টি-টোয়েন্টি সিরিজ। চ্যাম্পিয়ন্স ট্রফির দলে জায়গা না পেয়ে খারাপ লাগছে কি-না, আগের দিন সংবাদ সম্মেলনে এমন প্রশ্ন করা হয় তাকে। এনিয়ে মনঃক্ষুণ্ণ হওয়ার কোনো কারণই দেখছেন না তিনি।
“কষ্ট লাগবে কেন? আমি যদি ভালো করতাম, তাহলে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে থাকতাম। আর যদি ভালো করতে না পারি, দলে জায়গা না পাওয়াও আমাকে মেনে নিতে হবে।”
“ভাবতে খারাপ লাগে যে, আমি ভালো করতে পারিনি। আর আমি যদি ভালো করতাম, তাহলে আমি দলে থাকতাম। আমি যদি ভালো না করি, তাহলে যে সত্যিই ভালো করার যোগ্য, সে দলেও থাকার যোগ্য।”
চ্যাম্পিয়ন্স ট্রফির দলে জায়গা পাওয়া সতীর্থদের শুভকামনা জানিয়েছেন সুরিয়াকুমার। তার মতে, যোগ্য হিসেবেই বৈশ্বিক টুর্নামেন্টে ভারতকে প্রতিনিধিত্ব করতে যাচ্ছে সুযোগ পাওয়া ক্রিকেটাররা।
“চ্যাম্পিয়ন্স ট্রফির দলের দিকে তাকালে দেখা যায়, ভারতের দলটা দারুণ। যারাই দলে আছে, তারা সবাই ভালো পারফরমার। তারা ভারতের হয়ে সেই সংস্করণে তুলনামূলকভাবে ভালো করেছে এবং ঘরোয়া ক্রিকেটও খেলেছে এবং আমি তাদের জন্য খুব খুশি।”
আগামী ২০ ফেব্রুয়ারি বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি অভিযান।