ইএসপিএনক্রিকইনফোর খবর, আগামী ২২ মার্চ শুরু হয়ে ২৩ মে শেষ হবে এবারের আইপিএল।
Published : 15 Feb 2025, 09:23 PM
শিরোপাধারী কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর লড়াই দিয়ে শুরু হবে এবারের আইপিএল। ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর খবর, আগামী ২২ মার্চ ইডেন গার্ডেন্সে পর্দা উঠবে ভারতের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের এবারের আসর।
টুর্নামেন্টের সূচি অবশ্য এখনও প্রকাশ করেনি আইপিএল কর্তৃপক্ষ। তবে ক্রিকইনফোর শনিবারের প্রতিবেদনে বলা হয়েছে, ফাইনাল ম্যাচটি মাঠে গড়াবে আগামী ২৫ মে।
আসরের দ্বিতীয় দিন প্রথম ম্যাচে গতবারের রানার্সআপ সানরাইজার্স হায়দরাবাদ ঘরের মাঠে লড়বে রাজস্থান রয়্যালসের বিপক্ষে। আর দ্বিতীয় ম্যাচে চিপকে মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস।
১০ দলের এবারের আসর ১২টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে। ৯ মার্চ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের ১২ দিন পর শুরু হবে এবারের আইপিল।
টুর্নামেন্টের প্রথম ম্যাচেই দেখা যাবে দুই নতুন অধিনায়ককে। বেঙ্গালুরু খেলবে রাজাত পাতিদারের নেতৃত্বে। গতবারের অধিনায়ক শ্রেয়াস আইয়ার পাঞ্জাব কিংসে চলে যাওয়ার পর এখনও কাউকে নেতৃত্ব দেয়নি কলকাতা।