করোনাভাইরাস: এনআইডি উইংয়ের ডিজিসহ ইসির ৭৯ জন আক্রান্ত

নির্বাচন কমিশনের কেন্দ্রীয় ও মাঠ পর্যায়ের কার্যালয়ের মোট ৭৯ জন কর্মকর্তা-কর্মচারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে এনআইডি উইংয়ের মহাপরিচালকও রয়েছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 August 2020, 01:11 PM
Updated : 18 August 2020, 01:11 PM

মঙ্গলবার ইসি সচিবালয়ের সহকারী পরিচালক (জনসংযোগ) মো. আশাদুল হক জানান, “আক্রান্তদের মধ্যে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলাম এবং আরও ৫৭ জন রাজস্ব খাতের কর্মকর্তা-কর্মচারী রয়েছেন। বাকি ২১ জন আউটসোর্সিং খাতের জনবল।”

ইসির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আক্রান্তদের মধ্যে রাজস্ব খাতের কর্মকর্তা ২৬ জন এবং কর্মচারী ৩২ জন।

মার্চে দেশে করোনাভাইরাস সংক্রমণের শুরুর পর সাধারণ ছুটি শেষে জুনে কমিশনের কর্মকর্তা-কর্মচারীরা অফিস করা শুরু করেন। তখন কয়েকজনের কোভিড-১৯ শণাক্ত হয়। দুই মাসের মধ্যে এ সংখ্যা ৭৯ জন হল।

আক্রান্তদের মধ্যে আটজন বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। বাকিরা বাসায় থেকে চিকিৎসা নিয়েছেন।

করোনাভাইরাসে ইসির কোনো কর্মীর মৃত্যু হয়নি বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।