কোভিড: শনাক্ত ২১৮, মৃত্যু ২ জনের

নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার হয়েছে ৪ দশমিক ৭৫ শতাংশ।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 August 2022, 11:34 AM
Updated : 12 August 2022, 11:34 AM

দেশে করোনাভাইরাসের সংক্রমণ কমার ধারায় গত একদিনে ২১৮ জন রোগী শনাক্ত হয়েছে, মৃত্যু হয়েছে ২ জনের।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, শুক্রবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৫৮৮টি নমুনা পরীক্ষা করে ২১৮ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে।

তাতে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার হয়েছে ৪ দশমিক ৭৫ শতাংশ। আগের দিন শনাক্তের হার ছিল ৪ দশমিক ৪৫ শতাংশ।

নতুন রোগীদের নিয়ে দেশে শনাক্ত মোট কোভিড রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ৮ হাজার ৫০০ জন হয়েছে। তাদের মধ্যে ২৯ হাজার ৩১২ জনের মৃত্যু হয়েছে করোনাভাইরাসে।

গত ২৪ ঘণ্টায় ৩৫০ জন কোভিড রোগীর সেরে ওঠার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন ১৯ লাখ ৫০ হাজার ৩৮৭ জন।

নতুন শনাক্ত ২১০ জনের মধ্যে ১৩০ জনই ঢাকা জেলার বাসিন্দা। দেশের ৬৪ জেলার মধ্যে ৩৬ জেলায় গত একদিনে কোনো নতুন রোগী শনাক্ত হয়নি। গত একদিনে রংপুর বিভাগে কোনো রোগী পাওয়া যায়নি।

গত এক দিনে মারা যাওয়া একজন রাজশাহী বিভাগের এবং একজন চট্টগ্রাম বিভাগের বাসিন্দা ছিলেন। তাদের একজন নারী এবং অন্যজন পুরুষ। সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। ডেল্টা ভ্যারিয়েন্টের ব্যাপক বিস্তারের মধ্যে গত বছরের ২৮ জুলাই দেশে রেকর্ড ১৬ হাজার ২৩০ জন নতুন রোগী শনাক্ত হয়।

প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ২০২০ সালের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। ২০২১ সালের ৫ অগাস্ট ও ১০ অগাস্ট ২৬৪ জন করে মৃত্যুর খবর আসে, যা মহামারীর মধ্যে এক দিনের সর্বোচ্চ সংখ্যা।

বিশ্বে করোনাভাইরাস আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছে ৬৪ লাখ ৩০ হাজারের বেশি মানুষ। বিশ্বজুড়ে আক্রান্ত ছাড়িয়েছে ৫৮ কোটি ৮৫ লাখের বেশি।