ইউল্যাবে শিক্ষার্থীদের ক্যারিয়ার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

কর্মশালায় বিভিন্ন বিষয়ভিত্তিক আলোচনা, শিক্ষার্থীদের ক্যারিয়ার প্ল্যান, সিভি ও কভার লেটার তৈরি এবং চাকরি বিষয়ক দিকনির্দেশনামূলক আলোচনা করা হয়।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Jan 2023, 02:56 PM
Updated : 11 Jan 2023, 02:56 PM

রাজধানীর ধানমন্ডিতে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসে অনুষ্ঠিত হয়েছে শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনের দিকনির্দেশনামূলক কর্মশালা ‘ক্যারিয়ার সাকসেস প্রোগ্রাম’।

ইউল্যাবের ক্যারিয়ার সার্ভিসেস অফিসের উদ্যোগে শুক্র ও শনিবার এ কর্মশালার আয়োজন করা হয় বলে বিশ্ববিদ্যালয়টির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

কর্মশালায় বিভিন্ন বিষয়ভিত্তিক আলোচনা এবং প্রেজেন্টেশনের মাধ্যমে শিক্ষার্থীদের ক্যারিয়ার প্ল্যান, সিভি ও কভার লেটার তৈরি, চাকরি বিষয়ক পোর্টাল, ইমেইল বা হার্ড কপিতে চাকরির আবেদনের পদ্ধতি, সাক্ষাৎকার কৌশল এবং চাকরির খোঁজ-খবরের নানা বিষয় নিয়ে আলোচনা করা হয়।

কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন ডন সামদানি ফ্যাসিলিটেশনের প্রধান গোলাম সামদানী ডন, ইউএস-বাংলা এয়ারলাইন্স লিমিটেডের মহাব্যবস্থাপক ও মানবসম্পদ বিভাগের প্রধান মো. জাহাঙ্গীর নবি, স্যামসাংয়ের মানবসম্পদ বিভাগের প্রধান মুজাহিদুল ইসলাম জাহিদ ও আশিক মাহমুদ আদনান।

এতে সেশন পরিচালনা করেন ইউল্যাবের সিনিয়র লেকচারার এবং ক্যারিয়ার সার্ভিসের ডিরেক্টর জামাল উদ্দিন জেমি।