নির্বাচিত গবেষকদের গোল্ড মেডেলের পাশাপাশি সনদ দেওয়া হয়।
Published : 11 Nov 2024, 01:44 AM
দেশের কৃতি বিজ্ঞান গবেষকদের বিএএস-এমেরিটাস অধ্যাপক ড. সুলতান আহমেদ চৌধুরী সায়েন্স অ্যান্ড টেকনোলজি গোল্ড মেডেল পুরস্কার দেওয়া হয়েছে।
রাজধানীর জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্স মিলনায়তনে গত শনিবার নির্বাচিত গবেষকদের গোল্ড মেডেল দেওয়ার পাশাপাশি সনদ প্রদান করা হয়।
বাংলাদেশ একাডেমি অব সায়েন্স (বিএএস) এ অনুষ্ঠানের আয়োজন করে। বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্রের প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগের অধ্যাপক ড. এম. জাহিদ হাসান। ট্রাস্টি রিপ্রেজেন্টেটিভ হিসেবে উপস্থিত ছিলেন ড. সুলতান আহমেদ চৌধুরীর কন্যা ও র্যাংগস গ্রুপের এক্সিকিউটিভ ভাইস চেয়ারর্পাসন জাকিয়া রউফ চৌধুরী।
বিএএস সভাপতি এমেরিটাস অধ্যাপক ড. এ.কে. আজাদ চৌধুরী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বিএএস সেক্রেটারি অধ্যাপক ড. হাছিনা খান এবং অন্য দুজন ট্রাস্টি প্রতিনিধি এসময় উপস্থিত ছিলেন।
এমেরিটাস অধ্যাপক সুলতান ছিলেন দেশের খ্যাতনামা শিশু বিশেষজ্ঞ এবং বিএএস এর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য।