আমের স্বাদে সেভয় আইসক্রিমের নতুন পণ্য

হিমায়িত মিষ্টিজাতীয় এ পণ্য তৈরিতে আম ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছে কোম্পানিটি।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Oct 2022, 12:48 PM
Updated : 22 Oct 2022, 12:48 PM

সেভয় আইসক্রিমের নতুন পণ্য ‘সোবে’ বাজারে এসেছে; যেটি খেতে একদম আমের মত।

হিমায়িত মিষ্টিজাতীয় এ পণ্য তৈরিতে আম ব্যবহার করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে কোম্পানিটি।

ঢাকার শেরাটন হোটেলে গত শুক্রবার নতুন পণ্যের সঙ্গে সবাইকে পরিচয় করিয়ে দেওয়ার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ।

সোবে’র মোড়ক উন্মোচন করে তিনি বলেন, “আমের নতুন ধরনের ব্যবহার আমচাষীদের জন্য নতুন সম্ভাবনা উন্মোচন করবে, যা জাতীয় অর্থনীতিতে রাখবে ইতিবাচক ভূমিকা।”

সেভয় আইসক্রিম ফ্যাক্টরি লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নিয়াজ আহমেদ, কোহিনূর কেমিক্যালের ব্যবস্থাপনা পরিচালক রেজাউল করিম, ইউনিক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নূর আলীসহ সেভয় আইসক্রিমের ঊর্ধ্বতন কর্মকর্তা, ডিলার, পরিবেশকরা এসময় উপস্থিত ছিলেন।

বিজ্ঞপ্তিতে সেভয় জানিয়েছে, সোবে পুরোপুরি আম দিয়ে তৈরি সুস্বাদু খাদ্যপণ্য। এটি বছরের যেকোনো সময় ভোক্তাদের আম খাওয়ার ইচ্ছে পূরণ করবে। এতে কম মাত্রায় ক্যালরি, কোলেস্টেরল ও ফ্যাট রয়েছে।