কর্মীদের বিশেষ সুবিধায় মিনিস্টার-আজগর আলী হাসপাতালের মধ্যে চুক্তি

মিনিস্টারের কর্মীরা আজগর আলী হাসপাতালে চিকিৎসা সেবায় বিশেষ সুবিধা এবং আজগর আলী হাসপাতালের কর্মীরা মিনিস্টার হাই-টেক পার্কের পণ্য কেনায় বিশেষ ছাড় পাবেন।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Feb 2024, 01:23 PM
Updated : 18 Feb 2024, 01:23 PM

সম্প্রতি দেশীয় ইলেক্ট্রনিক্স কোম্পানি মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেড এবং আজগর আলী হাসপাতালের মধ্যে একটি সমোঝতা চুক্তি হয়েছে।

রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চুক্তি অনুযায়ী মিনিস্টার মেম্বারশিপ কার্ড হোল্ডার, মিনিস্টার হাই-টেক পার্কের কর্মকর্তা-কর্মচারী এবং পরিচালনা পর্ষদের সদস্যরা আজগর আলী হাসপাতালে চিকিৎসা সেবায় বিশেষ সুবিধা পাবেন।

অন্যদিকে আজগর আলী হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা মিনিস্টার হাই-টেক পার্কের সব পণ্য কেনায় বিশেষ ছাড়ের সুবিধা পাবেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেডের সেক্রেটারি টু চেয়ারম্যান এ কে এম সায়েম হোসেন, বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার মো. আসিফ কাজী।

আজগর আলী হাসপাতালের হেড অব অপারেশনস মোরশেদ আহমেদ চৌধুরী, অপারেশনস অ্যান্ড প্রজেক্ট ডেভেলপমেন্টের সিনিয়র জিএম শাহরিয়ার জামান, সিনিয়র জিএম অ্যান্ড হেড অব ফাইনান্স মনিরুল তালুকদারসহ উর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।