বন্দরনগরী চট্টগ্রামে যাত্রা শুরু করল ডিবিএল সিরামিকসের এক্সক্লুসিভ ডিসপ্লে সেন্টার।
নগরীর সিজিকেএস মার্কেটের দ্বিতীয় ও তৃতীয় তলায় সম্প্রতি আনুষ্ঠানিকভাবে এই বিক্রয় কেন্দ্রের যাত্রা শুরু হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
ডিবিএল গ্রুপের চেয়ারম্যান আবদুল ওয়াহেদ, ব্যবস্থপনা পরিচালক এম এ জব্বার,ভাইস চেয়ারম্যান এমএ রহিম, উপ-ব্যবস্থপনা পরিচালক এম এ কাদের, জেনারেল ম্যানেজার মোহাম্মদ বায়েজিদ বাশার ও ডিবিএল সিরামিকসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ক্রিকেটার সাকিব আল হাসান এই ডিসপ্লে সেন্টারের উদ্বোধন করেন।
সাকিব আল হাসান অনুষ্ঠানে বলেন, “ডিবিএল সিরামিকসের অত্যাধুনিক স্টাইল, আন্তর্জাতিক গুণমান ও মনকাড়া ডিজাইন আমাকে মুগ্ধ করেছে। আমি আশাবাদী, আমরা চট্টগ্রামে আমাদের ক্রেতাদের একটি বিস্ময়কর অভিজ্ঞতা দিতে সক্ষম হব।”
২০১৭ সাল থেকে প্রিমিয়াম মানের টাইলস উৎপাদন ও বাজারজাত করছে ডিবিএল সিরামিকস।