Published : 15 Feb 2024, 05:30 PM
নতুন নকশার আসবাবপত্র নিয়ে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় হাজির হয়েছে রিগ্যাল ফার্নিচার।
সেখানে পণ্য ভেদে ২৫ শতাংশ পর্যন্ত ছাড় মিলছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়, মেলা ভবনের ‘এ’ নম্বর হলের ৪৩ নম্বর স্টল সেজেছে রিগ্যালের আসবাবপত্র।
নান্দনিক নকশার এসব পণ্যের সধ্যে আছে বিভিন্ন ধরনের খাট, সোফা, সোফা কাম বেড, ডিভান, ডাইনিং টেবিল, ড্রেসিং টেবিল, ওয়্যারড্রব, বুক সেলফ ও রিডিং টেবিল। কাঠ, প্লাইউড ও মেটাল দিয়ে এসব আসবাবপত্র বানানো হয়েছে।
রিগ্যাল ফার্নিচারের হেড অব মার্কেটিং চিত্ত রঞ্জন বলেন, “ক্রেতাদের পছন্দ ও ক্রয়ক্ষমতা বিবেচনায় রেখে আমরা গুণগত মানসম্পন্ন, টেকসই ও স্টাইলিস্ট ফার্নিচার এনেছি।
“এসব ফার্নিচারে ১০ শতাংশ ফ্লাট ছাড়সহ নির্দিষ্ট ফার্নিচারের ক্ষেত্রে ২৫ শতাংশ পর্যন্ত ছাড় পাচ্ছেন ক্রেতারা।”
চিত্ত রঞ্জন বলেন, রিগ্যাল ফার্নিচার কিনলে রয়েছে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি। এছাড়াও মেলা থেকে পণ্য কিনলে থাকছে সারাদেশে ফ্রি হোম ডেলিভারির ব্যবস্থা।