প্রতিদিন ক্লেমনের ফেইসবুক পেইজে ঘোষণা দেয়া পৃথক চারটি ক্যাপের নম্বর মিলিয়ে ভোক্তারা জিতে নিচ্ছেন এক লাখ টাকা। এরই মধ্যে পাঁচজন বিজয়ী এক লাখ টাকা করে জিতে নিয়েছেন।
Published : 17 Oct 2023, 08:21 PM
কোমল পানীয় ব্র্যান্ড ‘ক্লেমন’ ভোক্তাদের জন্য নিয়ে এসেছে ‘ক্লেমন লাখপতি কুল অফার’।
প্রতিদিন ক্লেমনের ফেইসবুক পেইজে ঘোষণা দেয়া পৃথক চারটি ক্যাপের নম্বর মিলিয়ে ভোক্তারা জিতে নিচ্ছেন এক লাখ টাকা। এরই মধ্যে পাঁচজন বিজয়ী এক লাখ টাকা করে জিতে নিয়েছেন।
ক্লেমন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ঘোষণা দেয়া নম্বরগুলো সঠিকভাবে মেলানোর পর অংশগ্রহণকারীকে www.clemonlakhpoti.com এ লগ ইন করে নাম, ঠিকানা, মোবাইল নম্বর দিয়ে প্রতিটি ক্যাপের ভেতরের দিকের ছবি আপলোড করতে হবে।
যারা সফলভাবে নির্দিষ্ট নম্বরগুলো মেলাতে পারবে, প্রতিদিন তাদের মধ্যে থেকে একজনকে বিজয়ী ঘোষণা করা হবে। প্রতিদিনই একজন ভাগ্যবান বিজয়ী পাচ্ছেন এক লাখ টাকা।
৯ অক্টোবর শুরু হওয়া এই ক্যাম্পেইনটি চলবে ৭ নভেম্বর পর্যন্ত।
বিজয়ীদের নাম ক্লেমন এর ফেইসবুক পেইজে (www.facebook.com/clemoncleardrink) প্রকাশ এবং ক্যাম্পেইন চলাকালীন বিজয়ীদের পুরস্কার দেয়া হচ্ছে।