চলতি বছরের ২০ ফেব্রয়ারি থেকে শুরু হয়ে ঈদুল আজহা পর্যন্ত ক্যাম্পেইন চলবে।
Published : 19 Feb 2025, 06:39 PM
ঈদকে সামনে রেখে ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২২’ শুরু করেছে ইলেকট্রনিক্স ব্র্যান্ড ওয়ালটন।
বুধবার রাজধানীর ওয়ালটন কর্পোরেট অফিসে আয়োজনের অনুষ্ঠানে এ ক্যাম্পেইন শুরু হয়।
অনুষ্ঠানটি উদ্বোধন করেছেন ক্যাম্পেইনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর চিত্রনায়িকা বিদ্যা সিনহা সাহা মীম এবং সঞ্চালনা করেন মডেল-অভিনেতা ইরফান সাজ্জাদ।
প্রতিষ্ঠানটির সংবাদ বিজ্ঞতিতে বলা হয়, ক্যাম্পেইনের এই সিজনেও দেশের যে কোনো ওয়ালটন প্লাজা ও পরিবেশক শোরুম থেকে ফ্রিজ, এয়ার কন্ডিশনার, ওয়াশিং মেশিন অথবা বিএলডিসি ফ্যান কিনে ক্রেতারা ১০ লাখ টাকা বা মিলিয়নেয়ার হওয়ার সুযোগ পাবেন।
ক্যাম্পেইন চলবে চলতি বছরের ২০ ফেব্রয়ারি থেকে শুরু হয়ে ঈদুল আজহা পর্যন্ত। এসময়ে ক্যাশ ভাউচারসহ ক্রেতারা নিশ্চিত উপহার পাবেন বলেও বিজ্ঞতিতে বলা হয়।
অনুষ্ঠানে ওয়ালটনের স্ট্র্যাটেজিক বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের প্রধান আরিফুল আম্বিয়া বলেন, সিজন-২২ চলাকালীন ক্রেতারা দেশের যেকোনো ওয়ালটন প্লাজা ও পরিবেশক শোরুম থেকে পণ্য কেনার পর তার ডিজিটাল রেজিস্ট্রেশন হবে।
এরপর সম্পূর্ণ কম্পিউটারাইজড সিস্টেমে ওয়ালটনের কাছ থেকে ফিরতি এসএমএসের মাধ্যমে ক্রেতারা পেতে পারেন ১০ লাখ টাকা, বিভিন্ন অঙ্কের ক্যাশ ভাউচার অথবা নিশ্চিত উপহার। সংশ্লিষ্ট ওয়ালটন প্লাজা বা শোরুম কর্তৃপক্ষ ক্রেতাদেরকে উপহার বুঝিয়ে দেবে বলে তুলে ধরা হয় বিজ্ঞপ্তিতে।
অনুষ্ঠানে ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হান, হাইটেকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর নজরুল ইসলাম সরকার, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও চিফ ইনফরমেশন অফিসার মফিজুর রহমান, ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের হেড অব সেলস মো. ফিরোজ আলম, এসির চিফ বিজনেস অফিসার তানভীর রহমান, ফ্রিজের সিবিও তাহসিনুল হক, হোম অ্যাপ্লায়েন্সের সিবিও মোস্তফা কামাল, চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ, সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর আমিন খান উপস্থিত ছিলেন।