অফারটি চলবে সীমিত সময়ের জন্য।
Published : 21 May 2024, 07:34 PM
প্রসাধনী ব্র্যান্ড বিউটিনার পণ্যে বিশেষ অফার দিয়েছে কোহিনূর কেমিক্যাল।
মঙ্গলবার কোম্পানির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে ভোক্তারা বিউটিনা ফেস ওয়াশ কিনলে বিনামূল্যে পাচ্ছেন এএম.পিএম. হারবাল টুথপেস্ট। আর বিউটিনা হেয়ার অয়েল কিনলে মিলছে স্যান্ডালিনা সাবান।
যেকোনো প্রসাধনী ও খুচরা দোকানে সীমিত সময়ের জন্য অফারটি চলবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
কোহিনূর কেমিক্যাল জানিয়েছে, বর্তমানে বিউটিনা ব্র্যান্ডের বডি লোশন, ফেস ওয়াশ ও হেয়ার অয়েল বাজারে পাওয়া যাচ্ছে।