রোজায় ভারতীয় ভিসার আবেদন গ্রহণ বিকাল সাড়ে ৩টা পর্যন্ত

ভারতীয় স্টেট ব্যাংকের ব্যবস্থাপনায় বাংলাদেশে ১৬টি ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভ্যাক) রয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 March 2024, 09:49 AM
Updated : 9 March 2024, 09:49 AM

রোজার মাসে ভিসা আবেদনের গ্রহণের সময়ে পরিবর্তন এনেছে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র।

শ‌নিবার ভারতীয় হাই ক‌মিশন তাদের অফিসিয়াল ফেইসবুক পেইজে এক পোস্টে জানায়, রমজান মাসে আগামী ১২ মার্চ থেকে শুধু যমুনা ফিউচার পার্কের ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার বিকাল সাড়ে ৩টা পর্যন্ত ভিসার আবেদন গ্রহণ করবে।

“বিকাল ৩টা থেকে ৪টার মধ্যে যাদের অ্যাপয়েন্টমেন্ট স্লট রয়েছে, তাদের বিকাল সাড়ে ৩টার আগে সেন্টারে পৌঁছানোর জন্য অনুরোধ করা হচ্ছে।”

ভারতীয় স্টেট ব্যাংকের ব্যবস্থাপনায় বাংলাদেশে ১৬টি ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভ্যাক) রয়েছে।

ঢাকা (যমুনা ফিউচার পার্ক), যশোর, খুলনা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, রংপুর, ঠাকুরগাঁও, সাতক্ষীরা, বগুড়া, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা ও কুষ্টিয়ায় এসব ভিসা আবেদন কেন্দ্র অবস্থিত।

আইভ্যাকে সব ধরনের ভিসা আবেদনের তারিখ এবং সময়ের ভিত্তিতে গ্রহণ করা হয়।