সোমবার রাতে লাফিয়ে পড়েছিলেন জহিরুল। লোকজনের চিৎকার শুনে আনসার সদস্যরা গিয়ে দেখতে পান চতুর্থ তলায় আটকে আছেন তিনি।
Published : 14 Mar 2024, 11:27 PM
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবন থেকে লাফিয়ে পড়ে আহত হওয়ার তিন দিন পর মারা গেছেন জহিরুল ইসলাম নামে এক যুবক।
সোমবার সাত তলার জানলা দিয়ে লাফিয়ে পড়ে ওই হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন ২৭ বছর বয়সী জহিরুল। তিনি মারা গেছেন বৃহস্পতিবার।
হাসপাতালে আনসারের প্লাটুন কমান্ডার উজ্জ্বল মিয়া জানান, বিকেল পৌনে ৫টার দিকে জহিরুলকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা।
সোমবার রাতে লাফিয়ে পড়েছিলেন জহিরুল। লোকজনের চিৎকার শুনে আনসার সদস্যরা গিয়ে দেখতে পান চতুর্থ তলায় আটকে আছেন তিনি।
সেখান থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগে ভর্তি করা হয় জহিরুলকে। তার কোমর ও মাথায় আঘাত ছিল।
ময়মনসিংহের পাগলা থানার বড়ইহাতি চকপাড়া গ্রামের মৃত আসাদুজ্জামানের ছেলে জহিরুল। এক ভাই এক বোনের মধ্যে তিনি ছিলেন বড়।
ভগ্নিপতি নিলয় বাবু জানান, জহিরুল একটি ওষুধ কোম্পানিতে চাকরি করতেন। হঠাৎ করে তার বিভিন্ন সমস্যা দেয়। মাঝে মধ্যে এলোমেলো কথাবার্তা বলতেন। স্থানীয় চিকিৎসকের পরামর্শে তিন দিন আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিউরো মেডিসিন বিভাগে ভর্তি করানো হয়।
তার সেবার জন্য তার পাশে ছিলেন তার মা জোসনা বেগম। সোমবার রাত আনুমানিক এগারোটার দিকে তার মা বাথরুমে গেলে জহিরুল হাসপাতালের পেছনের দিকের জানালা দিয়ে লাফিয়ে পড়েন।