‘রাসেল দিবসে’ ছাদ খোলা বাসে পদ্মা সেতু দেখল সুবিধাবঞ্চিতরা

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের পথশিশু পুনর্বাসন কেন্দ্রের ৪০ শিশুকে পদ্মা সেতু ঘুরে দেখানো হয়।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Oct 2022, 03:21 PM
Updated : 18 Oct 2022, 03:21 PM

শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে ছাদ খোলা বাসে চেপে পদ্মা সেতু ঘুরে দেখল সুবিধাবঞ্চিত শিশুরা।

‘শেখ রাসেল দিবসে’ মঙ্গলবার বিআরটিসির একটি ছাদ খোলা বাসে ৪০ জন শিশুকে পদ্মা সেতু ঘুরে দেখানোর এই আয়োজন করে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ।

সড়ক পরিবহন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শেখ ওয়ালিদ ফয়েজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সুবিধাবঞ্চিত ৪০ জন পথ শিশুকে নিয়ে সকাল ১০টায় মতিঝিল বিআরটিসি ডিপো থেকে রওনা হয়ে পদ্মা সেতুর জাজিরা প্রান্ত হয়ে আবার জাতীয় সংসদ ভবন পরিভ্রমণ করে।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে পথশিশু পুনর্বাসন কেন্দ্র থেকে তাদের ভ্রমণের জন্য নেওয়া হয়; ভ্রমণে শিশুরা অত্যন্ত উৎফুল্ল ছিলো বলে জানান শেখ ওয়ালিদ।

দেশের দীর্ঘতম সেতু এ বছরই চলাচলের জন্য উন্মুক্ত হয়। বঙ্গবন্ধুর ছোট ছেলে শেখ রাসেলের জন্মদিন ‘শেখ রাসেল দিবস’ হিসেবে সরকারিভাবে পালন করা হচ্ছে।

‘শেখ রাসেল নির্মলতার প্রতীক, দুরন্ত, প্রাণবন্ত, নির্ভীক’ প্রতিপাদ্যে সারা দেশে বিভিন্ন কর্মসূচি পালিত হয় মঙ্গলবার।

শেখ রাসেলের জন্ম ১৯৬৪ সালের ১৮ অক্টোবর। ১৯৭৫ সালের ১৫ অগাস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়। ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্র রাসেলকেও রেহাই দেয়নি ঘাতকরা।