“অপরিকল্পিত ব্যবস্থাপনার জন্যই এমন ভয়াবহ দুর্ঘটনা বারবার ঘটে” বলেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।
Published : 01 Mar 2024, 06:51 PM
বেইলি রোডের গ্রিন কোজি কটেজে আগুনে নিহতদের মধ্যে একজন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র। তার নাম মো. নুরুল ইসলাম।
তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষকরা।
নুরুল বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের এমবিএ প্রফেশনাল প্রোগ্রামের ১৩তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।
বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এসব তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, “ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সঙ্গে আমরা যোগাযোগ করেছি। তার পরিবারের সঙ্গে কথা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন যথাসাধ্যভাবে নিহতের পরিবারের পাশে থাকবে।”
বৃহস্পতিবার রাত ১০টার দিকে আগুন লাগার ঘণ্টা দুয়েক পর তা নিয়ন্ত্রণে এলে ভবনটিকে আটকে পড়া মানুষদেরকে উদ্ধার করে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে নুরুল ইসলামের মানিব্যাগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র পাওয়া যায়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. মহিউদ্দিন বলেন, “নুরুল ইসলাম আমার সরাসরি ছাত্র ছিল। সে পাস করে বেরিয়ে গিয়েছে। তার এমন মৃত্যুতে আমি ও আমার বিভাগ খুবই মর্মাহত। মুহূর্তের মধ্যেই যেন তাজা প্রাণ ঝরে গেল। তার অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে ম্যানেজমেন্ট স্টাডিজ পরিবার গভীরভাবে শোকাহত।”
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সাদেকা হালিম বলেন, “এই অকাল মৃত্যু আসলেই মেনে নেয়া যায় না। দেশ একজন সুযোগ্য নাগরিককে হারাল। অপরিকল্পিত ব্যবস্থাপনার জন্যই এমন ভয়াবহ দুর্ঘটনা বারবার ঘটে। শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।'
বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ মো. হুমায়ুন কবীর চৌধুরীও তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।