নবীন শিল্পী চারুকলা প্রদর্শনীর সময় বাড়ল

প্রদর্শনী চলবে প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত এবং শুক্রবার বেলা ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 August 2022, 07:24 AM
Updated : 31 August 2022, 07:24 AM

তরুণদের কাজ নিয়ে ‘২৩তম নবীন শিল্পী চারুকলা প্রদর্শনী ২০২২’ এর সময় নয় দিন বাড়িয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।

জাতীয় চিত্রশালায় আগামী ৯ সেপ্টেম্বর পর্যন্ত এই প্রদর্শনী চলবে। গত ২৭ জুলাই শুরু হওয়া এ প্রদর্শনী ৩১ অগাস্ট শেষ হওয়ার কথা ছিল।

মঙ্গলবার শিল্পকলা একাডেমির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, “শিল্পী ও দর্শনার্থীদের চাহিদার প্রেক্ষিতে সময় বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত এবং শুক্রবার বেলা ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনী দেখা যাবে। মহামারী পরিস্থিতির কথা বিবেচনা করে গ্যালারির পাশাপাশি প্রদর্শনীর সব ছবি অনলাইনে একাডেমির ওয়েবসাইটে (www.shilpakala.gov.bd) ভার্চুয়াল ডিসপ্লের মাধ্যমেও প্রকাশ করা হয়েছে।

প্রদর্শিত ছবিগুলো নিয়ে একটি ক্যাটালগও প্রকাশ করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।

২১ থেকে ৩৫ বছর বয়সী ১ হাজার ১৯ জন নবীন শিল্পীর ২০৩৮টি শিল্পকর্ম এবারের প্রদর্শনীর জন্য জমা পড়ে। সেগুলোর মধ্যে থেকে ৩৫৬ জন শিল্পীর ৪২২টি শিল্পকর্ম প্রদর্শনীর জন্য নির্বাচন করেন বিচারকমণ্ডলী।

চিত্রকলা, ছাপচিত্র, ভাস্কর্য, প্রাচ্যকলা, কারুশিল্প, মৃৎশিল্প, গ্রাফিক ডিজাইন, আলোকচিত্র, স্থাপনাশিল্প, পারফরমেন্স আর্ট, নিউ মিডিয়া আর্টসহ চারুশিল্পের প্রায় সব মাধ্যমের শিল্পকর্মই প্রদর্শনীতে স্থান পেয়েছে।