পররাষ্ট্রমন্ত্রী দিল্লি যাচ্ছেন ৭ ফেব্রুয়ারি

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্ক‌রের আমন্ত্রণে এ সফরে যাবেন তিনি।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Jan 2024, 01:27 PM
Updated : 18 Jan 2024, 01:27 PM

নিজের প্রথম দ্বিপক্ষীয় সফরে ভারত যাবেন নতুন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ। 

আগামী ৭ ফেব্রুয়ারি দিল্লি যাওয়ার কথা জানিয়েছেন তিনি। 

বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, “ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্ক‌রের আমন্ত্রণে আগামী ৭ ফেব্রুয়ারি নয়াদিল্লি যাচ্ছি।” 

সরকারের আগের মেয়াদে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর দায়িত্ব পালন করে আসা হাছান মাহমুদ দ্বাদশ সংসদ নির্বাচনের পর নতুন সরকারে পররাষ্ট্র মন্ত্রণালয়ে দায়িত্বে এসেছেন। 

পররাষ্ট্রমন্ত্রী হিসেবে প্রথম সফরে বহুপক্ষীয় ফোরাম ন্যাম (জোট নিরপেক্ষ আন্দোলন) এর শীর্ষ সম্মেলনে যোগ দিতে উগান্ডার রাজধানী কাম্পালায় যাচ্ছেন হাছান মাহমুদ।

বুধবার রাতে উগান্ডার উদ্দেশে রওনা করার কথা থাকলেও কুয়াশার কারণে তার ফ্লাইট বাতিল হয়। বৃহস্পতিবার রাতে ফের ওই ফ্লাইট ঢাকা ছাড়ার কথা রয়েছে। 

এক প্রশ্নে হাছান মাহমুদ বলেন, ন্যাম শীর্ষ সম্মেলনের ফাঁকে বুধবারই পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে তার বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু ফ্লাইট বাতিল হওয়ায় তিনি সময়মত যেতে পারেননি।