এসএসসির প্রশ্ন ফাঁসের গুজব ছড়িয়ে প্রতারণা, গ্রেপ্তার ২

তারা ফেইসবুকে গ্রুপ খুলে এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র দিয়ে টাকা নিচ্ছিলেন।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 May 2023, 03:51 PM
Updated : 1 May 2023, 03:51 PM

চলমান এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের গুজব ছড়ানোর অভিযোগে দুই যুবক গ্রেপ্তার হয়েছেন।

গ্রেপ্তার যুবকরা হলেন- হিমেল মুস্তাকিম (২২) ও মো. রবিন বাবু (২১)।

হিমেলকে সোমবার সন্ধ্যায় সিআইডি এবং বাবুকে রোববার রাতে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট গ্রেপ্তার করে।
হিমেলকে ভাটারা এলাকা থেকে গ্রেপ্তার করা হয় বলে সিআইডির পুলিশ সুপার (সাইবার) রেজাউল মাসুদ জানিয়েছেন। ওই এলাকার একটি মেসে থাকেন এই যুবক।

রেজাউল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, “হিমেল এবার এইচএসসি পরীক্ষার্থী। গত দুই বছর ধরে সে এসব কাজ করে আসছে।

“প্রশ্ন ফাঁসের কোনো ঘটনা ঘটেনি। তবে সে প্রশ্ন দেওয়ার কথা বলে প্রতারণা করে আসছে। আমরা সাইবার মনিটর করার সময় তার প্রতারণার কথা জানতে পেরে সনাক্ত করে গ্রেপ্তার করি।”

রবিন সিরাজগঞ্জের কাজিপুরের মনসুর আলী কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র।
রোববার বগুড়া জেলার ধুনট থানার মহিশুরা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে ঢাকা মহানগর পুলিশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

রবিনের কাছ থেকে একটি মোবাইল ও ২টি সিম কার্ড উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, হিমেল ও রবিন ফেইসবুকে আলাদা গ্রুপ খুলে তাদের কাছে এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র রয়েছে বলে পোস্ট দিয়েছিল। সেই প্রশ্ন দেওয়ার বিনিময়ে টাকা নিচ্ছিলেন তারা।