মেডিকেলে ভর্তির প্রশ্নফাঁস: সাত চিকিৎসকসহ গ্রেপ্তার ১২

পুরনো মামলার তদন্তে নেমে তাদের সংশ্লিষ্ট থাকার প্রমাণ পাওয়ার দাবি সিআইডির।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 August 2023, 04:05 PM
Updated : 12 August 2023, 04:05 PM

মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সাত চিকিৎসকসহ ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

শনিবার এক বার্তায় এ তথ্য জানিয়ে সিআইডি বলছে, রোববার দুপুরে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

এ বছরের পরীক্ষা কি না- এমন প্রশ্নে পুলিশের এ বিভাগের সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেন, অতীতের প্রশ্নফাঁসের মামলায় তদন্ত করে তাদের গ্রেপ্তার করা হয়েছে। সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আলী মিয়া সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন।

এবার সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে ভর্তির পরীক্ষা গত ১০ মার্চ অনুষ্ঠিত হয়। এবার পরীক্ষা দেন এক লাখ ৩৯ হাজারের বেশি শিক্ষার্থী।

সারা দেশের ১৯টি কেন্দ্রে ৫৭টি ভেন্যুতে এক ঘণ্টা সময়ের ১০০ নম্বরের এমসিকিউ পদ্ধতির পরীক্ষায় অংশ নেন পরীক্ষার্থীরা।

দেশের ৩৭টি সরকারি মেডিকেল কলেজের চার হাজার ৩৫০টি আসন এবং ৭১টি বেসরকারি মেডিকেল কলেজের ছয় হাজার ৭৭২টি আসনের জন্য প্রতিযোগিতা করেন তারা।

Also Read: মেডিকেলের ভর্তি পরীক্ষা দিল এক লাখ ৩৯ হাজার শিক্ষার্থী

Also Read: মেডিকেলে প্রশ্ন ফাঁস ঠেকাতে ইন্টারনেটের গতি কমানোর চিন্তা