ব্লগার আহমেদ রাজীব হায়দার হত্যামামলায় গ্রেপ্তার সাদমান ইয়াসির মাহমুদকে ছয় দিন ধরে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ।
Published : 15 Aug 2013, 07:09 PM
বুধবার গ্রেপ্তার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এই ছাত্রকে বৃহস্পতিবার ঢাকার আদালতে নেয়া হয়।
পুলিশ ১০ দিন হেফাজতের আবেদন করলেও আদালত ছয় দিন হেফাজতের আদেশ দেয়।
সাদমান (২০) হত্যাকাণ্ডের সময় কালসীতে রাজীবের বাড়ির সামনেই ছিলেন বলে পুলিশ দাবি করেছে।
গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার তৌহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ইয়াসিরকে ধানমণ্ডি থেকে গ্রেপ্তার করা হয়।
“মূলত মোবাইল ফোনের কললিস্ট দেখে তাকে সনাক্ত ও আটক করা হয়েছে। এ ঘটনায় আগে যাদের আটক করা হয়েছে, তাদের ঘনিষ্ঠ ছিলেন ইয়াসির।”
রাজীব হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এর আগে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন- ফয়সাল বিন নাইম ওরফে দীপ (২২), মাকসুদুল হাসান অনিক (২৬), এহসান রেজা রুম্মান (২৩), নাঈম সিকদার ইরাদ (১৯) ও নাফিস ইমতিয়াজ (২২)।
ইয়াসিরও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে বিবিএ-তে পড়েন।
গ্রেপ্তারের পরপরই প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইয়াসির হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে পুলিশ জানিয়েছে।
“সে বলেছে, আল্লাহ ও তার রাসুল (সা.) নিয়ে বাজে মন্তব্য করায় ব্লগার রাজীবকে হত্যা করা হয়েছে,” বলেন গোয়েন্দা কর্মকর্তা তৌহিদুল।