মহিউদ্দিনের বাসায় মনজুর

অভিনন্দন পাওয়ার পরদিনই চট্টগ্রাম সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র এম মনজুর আলম সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর বাসভবনে গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 June 2010, 11:37 PM
Updated : 21 June 2010, 11:37 PM
চট্টগ্রাম, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অভিনন্দন পাওয়ার পরদিনই চট্টগ্রাম সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র এম মনজুর আলম সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর বাসভবনে গেছেন।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে নগরীর ষোলশহর চশমাহিলে মহিউদ্দিনের বাসভবনে পৌঁছান মনজুর।
এ বিষয়ে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
১৭ জুনের ওই নির্বাচনে মনজুর আলম ৯৫ হাজারের বেশি ভোটের ব্যবধানে মহিউদ্দিনকে পরাজিত করেন।
নির্বাচনের চারদিন পর সোমবার সন্ধ্যায় মনজুরকে অভিনন্দন জানান পরাজিত প্রার্থী মহানগর আওয়ামী লীগ সভাপতি মহিউদ্দিন।
নির্বাচনের ফলাফল ঘোষণার পর মহিউদ্দিন কারো নাম উল্লেখ না করে বলেছিলেন, তার বিজয় ছিনিয়ে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে বড় ধরনের ষড়যন্ত্র করা হয়েছে।
১৯৯৪ সাল থেকে পরপর তিনবার নির্বাচিত সাবেক এই মেয়র নাগরিক কমিটির ব্যানারে এবার নির্বাচন করেন।
নাগরিক কমিটির প্যাডে সংবাদপত্রে দেওয়া বিবৃতিতে মহিউদ্দিন বলেন, "বিগত তত্ত্বাবধাক সরকারের সময় প্রায় দুই বছর বন্দি থাকার কারণে যেসব উন্নয়ন প্রকল্প অসমাপ্ত রয়ে গেছে, আশা করি সেগুলো বাস্তবায়ন করে মনজুর আলম চট্টগ্রামের উন্নয়নে ভূমিকা রাখবেন।"
চট্টগ্রামবাসীর স্বার্থ বিবেচনায় ভবিষ্যতে যে কোনো উন্নয়নমূলক কাজে সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্র"তিও দেন তিনি।
মহিউদ্দিন বলেন, চট্টগ্রামের সর্বস্তরের মানুষের দাবি আদায়ের আন্দোলন সংগ্রামে সব সময় পাশে থাকবেন তিনি।
মনজুর আলম মেয়র নির্বাচিত হওয়ার পর শুক্রবার সকালে নগরীর জিমনেসিয়ামে প্রথম আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় মহিউদ্দিন চৌধুরীকে সঙ্গে নিয়েই চট্টগ্রামের উন্নয়ন কাজ করার কথা বলেন।
মহিউদ্দিনের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত মনজুর ১৯৯৪ সাল থেকে তিনবার নগরীর উত্তর কাট্টলী ওয়ার্ড থেকে কাউন্সিলর নির্বাচিত হন। বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় মেয়র মহিউদ্দিন গ্রেপ্তার হওয়ার পর তিনি ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালন করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএডি/এমসি/এজে/১১৩৩ ঘ.