গাইবান্ধায় সাংসদ ফজলে রাব্বি লাঞ্ছিত

ওয়েবসাইট উদ্বোধন করতে এসে গাইবান্ধায় জাতীয় পার্টি সাংসদ টিআইএম ফজলে রাব্বি চৌধুরী আওয়ামী লীগ নেত-কর্মীদের হাতে লাঞ্ছিত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Feb 2010, 06:39 AM
Updated : 23 Feb 2010, 06:39 AM
গাইবান্ধা, ফেব্রুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ওয়েবসাইট উদ্বোধন করতে এসে গাইবান্ধায় জাতীয় পার্টি সাংসদ টিআইএম ফজলে রাব্বি চৌধুরী আওয়ামী লীগ নেত-কর্মীদের হাতে লাঞ্ছিত হয়েছেন।
সাদুল্লাপুর উপজেলা পরিষদ চত্বরে মঙ্গলবার বিকালে এ ঘটনার সময় তার গাড়িও ভাঙচুর করা হয়।
তিনি দৌড়ে উপজেলা চেয়ারম্যানের কক্ষে গিয়ে আত্মরক্ষা করেন। পরে পুলিশ এসে পরিন্থিতি নিয়ন্ত্রণে আনে।
আধঘণ্টা অবস্থানের পর তিনি গাইবান্ধার উদ্দেশে চলে যান।
এর আগে ফজলে রাব্বি চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রাজনৈতিক প্রতিহিংসার কারণে আওয়ামী লীগ এ ঘটনা ঘটিয়েছে।"
এর জন্য তিনি জেলা প্রশাসক ও পুলিশ সুপারকেও দায়ী করেন।
ঘটনাস্থল থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি বলেন, বিকাল সাড়ে ৩টায় সদুল্লাপুর উপজেলা পরিষদের ওয়েবসাইট উদ্বোধনের কথা ছিল পরিষদের অডিটরিয়াম হলে।
সাংসদ ফজলে রাব্বি চৌধুরী প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করার থাকা ছিল।
কিন্তু ৩টার দিকে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতা-কর্মীরা এসে অনুষ্ঠান বন্ধের দাবি জানান। তারা ফজলে রাব্বিকে গণবিচ্ছিন্ন সাংসদ বলে দাবি করেন।
এ ছাড়া অনুষ্ঠঅনে জেলা ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে আমন্ত্রণ না জানানোয় ক্ষোভও প্রকাশ করেন তারা।
ওই অবস্থায় সাদুল্লাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুল হকের কার্যালয়ে উপজেলা চেয়ারম্যান এস এম খাদিমুল ইসলাম খুদি, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোজাহারুল ইসলাম সরকার ও সাধারণ সম্পাদক শাহারিয়া খান বিপ্লব জরুরি সভা করে সিদ্ধান্ত নেন জেলা প্রশাসককে দিয়ে ওয়েবসাইট উদ্বোধন করানো হবে।
মোজাহারুল ইসলাম সরকার বাইরে এসে সাংবাদিকদের এ সিদ্ধান্তের কথা জানান।
অনুষ্ঠান শুরু হওয়ার কিছুক্ষণ আগে বিকাল ৫টার দিকে ফজলে রাব্বি উপজেলা চত্বরে এলে তার গাড়িতে হামলা চালানো হয়।
উপজেলা চেয়ারম্যান এস এম খাদিমুল ইসলাম খুদি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে আওয়ামী লীগ এ ঘটনা ঘটিয়েছে।
ওয়েবসাইট উদ্বোধন পরে কোনো এক সময় হবে বলে তিনি জানান।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শাহারিয়া খান বিপ্লব বলেন, গণবিচ্ছিন্ন হওয়ায় এ সাংসদকে দিয়ে ওয়েবসাইট উদ্বাধন না করানোর সিদ্ধান্ত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/১৮৩৬ ঘ.