টিকা না পেয়ে ঢাকা মেডিকেলে প্রবাসীদের বিক্ষোভ

করোনাভাইরাসের টিকা নিতে না পেরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বিক্ষোভ করেছেন প্রবাসীরা।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Sept 2021, 12:00 PM
Updated : 11 Sept 2021, 12:00 PM

শনিবার সকাল সাড়ে ৯টায় হাসপাতালের বহির্বিভাগ টিকাকেন্দ্রের সামনে তাদেরকে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

তাদের অনেকেই অভিযোগ করেন, তাদের শনিবারে টিকাগ্রহণের তারিখ দিয়ে এসএমএস করা হয়েছে। কিন্তু আসার পর বলা হচ্ছে, টিকা নেই। 

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে সেখান থেকে সরিয়ে দেয়।

হাসপাতালের বহির্বিভাগে টিকা নিতে না পেরে প্রবাসীরা বিক্ষোভ করার সময় হাসপাতালের নিরাপত্তাকর্মীরা তাদের সীমানার বাইরে বের করে দেন।

পরে তারা পাশে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে বিক্ষোভ করতে থাকেন। এক পর্যায়ে তারা দল বেঁধে সেখান থেকে জাতীয় প্রেসক্লাবের চলে যায়। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. বাচ্চু মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সকালে টিকা নিতে না পারা প্রবাসীরা কিছুটা বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল।

“তবে সেটি বেশিক্ষণের জন্য না। পরে আমরা তাদেরকে বুঝিয়ে টিকাকেন্দ্র থেকে সরিয়ে দিয়েছি।”