তিন মামলায় হেফাজত নেতা মঞ্জুরুল আফেন্দীর জামিন

ঢাকার মতিঝিল থানায় দায়ের করা নাশকতার তিন মামলায় জামিন পেয়েছেন হেফাজতে ইসলামের নেতা মঞ্জুরুল ইসলাম আফেন্দী।

আদালত প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 August 2021, 12:02 PM
Updated : 17 August 2021, 12:02 PM

হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির সাবেক সহকারী মহাসচিব আফেন্দী জামিন আবেদনের শুনানি করে ঢাকার মহানগর হাকিম  মোর্শেদ আল মামুন ভূঁইয়া মঙ্গলবার তা মঞ্জুর করেন।

আফেন্দীর আইনজীবী আরাফাত মোস্তফা জামিন শুনানিতে বলেন, “তার বিরুদ্ধে মামলায় তদন্ত কর্মকর্তা কোনো অগ্রগতি পান নাই। তাই একজন নিরাপরাধ ব্যক্তিকে শুধুমাত্র সন্দেহের ওপর ভিত্তি করে জেলহাজতে আটক রাখা উচিৎ নয়। তাই যে কোনো শর্তে তাকে জামিন দেওয়া হোক। তিনি আদালতের নিয়ম মেনে আইনি কোনো ব্যত্যয় করবেন না।”

রাষ্ট্রপক্ষ থেকে এই জামিন আবেদনের বিরোধিকা করা হয়। শুনানি শেষে বিচারক তিন মামলায় তার জামিন মঞ্জুর করেন।

এর আগে গত ১১ অগাস্ট পল্টন থানার নাশকতার তিন মামলায় মঞ্জুরুল ইসলাম আফেন্দীকে জামিন দেয় আদালত।

গত ১৫ এপ্রিল রাতে ঢাকার ইসলামবাগ এলাকা থেকে আফেন্দীকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। এরপর বিভিন্ন মামলায় তাকে কয়েক দফা রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

২০১৩ সালের ৫ মে ঢাকা অবরোধ কর্মসূচি থেকে মতিঝিলের শাপলা চত্বরে অবস্থান নিয়ে দিনভর ব্যাপক তাণ্ডব চালায় হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। সেসব ঘটনায় পরে পল্টন ও মতিঝিল থানায় হেফাজত নেতাকর্মীদের বিরুদ্ধে বেশ কিছু মামলা করে পুলিশ।