জেলা-উপজেলার সাংবাদিকদের প্রণোদনা দেবে সরকার

মহামারী করোনাভাইরাসের মধ্যে ‘জীবনের ঝুঁকি’ নিয়ে কাজ করে যাওয়া জেলা ও উপজেলা পর্যায়ের সংবাদকর্মীদের প্রণোদনা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 April 2020, 05:15 PM
Updated : 20 April 2020, 05:15 PM

এ উপলক্ষে স্থানীয় পর্যায়ের সংবাদকর্মীদের তালিকা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সব জেলা প্রশাসকদের চিঠি দিয়েছে প্রেস কাউন্সিল।

রোববার কাউন্সিলের সচিব (যুগ্মসচিব) মো. শাহ আলমের স্বাক্ষরে পাঠনো চিঠিতে বলা হয়, “বিশ্বব্যাপী করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে উদ্ভূত পরিস্থিতিতে কিছু লোকজন অসহায় হয়ে পড়েছে। বাংলাদেশও এর বাইরে নয়। তাদের ঘরে খাবার পৌঁছে দিতে মাননীয় প্রধানমন্ত্রী প্রণোদনা প্যাকেজ তৈরি করতে সদয় নির্দেশনা দিয়েছেন।

“আপনিও লক্ষ করবেন যে, জেলা ও উপজেলা পর্যায়ে সাংবাদিক ও সংবাদ সংশ্লিষ্ট কর্মীগণ করোনাভাইরাস ঝুঁকি নিয়ে জরুরি তথ্য জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য কাজ করছে। তাদেরও প্রণোদনা প্রয়োজন।”

এ অবস্থায় জেলার প্রেস ক্লাব ও সাংবাদিক সংগঠনের (যদি থাকে) নেতাদের সঙ্গে আলোচনা করে সাংবাদিক ও সংবাদ সংশ্লিষ্ট কর্মীদের তালিকা করে প্রণোদনা প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসকদের অনুরোধ করা হয় চিঠিতে।