বঙ্গবন্ধু বেঁচে থাকলে সোনার বাংলা হয়ে যেত: মাহবুব তালুকদার

বঙ্গবন্ধু বেঁচে থাকলে বাংলাদেশ এখন ‘সোনার বাংলা’ হয়ে যেত বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 August 2019, 05:58 PM
Updated : 18 August 2019, 05:58 PM

রোববার নির্বাচন ভবনে জাতীয় শোক দিবস পালন ও দোয়া মাহফিলে একথা বলেন তিনি।

নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহকারী প্রেস সচিবের দায়িত্ব পালন করেছিলেন।

শোক দিবসের অনুষ্ঠানে তিনি বলেন, “একদিকে আমি ভাগ্যবান অন্যদিকে আমি দুর্ভাগা। ভাগ্যবান এই জন্য যে, আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সান্নিধ্য পেয়েছিলাম। আর দুর্ভাগা এজন্য যে, তাকে এভাবে হারিয়েছি। তিনি বেঁচে থাকলে আজকের বাংলাদেশ সত্যি সোনার বাংলা হয়ে যেত।”

প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা হজ পালনে সৌদি আরবে থাকায় এ নির্বাচন কমিশনার ভারপ্রাপ্ত সিইসির দায়িত্ব পালন করছেন।

আলোচনায় অংশ নিয়ে নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম বলেন, “বঙ্গবন্ধু না থাকলে দেশ স্বাধীন হত না। আর দেশ স্বাধীন না হলে আজ আমি নির্বাচন কমিশনার হতে পারতাম না। পাকিস্তানের অধীনে থাকলে আমি প্রাইমারি স্কুলের শিক্ষক হতে পারতাম কি না সন্দেহ হয়।”

নির্বাচন কমিশনার কবিতা খানম বলেন, “বঙ্গবন্ধু বেঁচে থাকলে বাংলাদেশ আজ বিশ্বের বুকে অনন্য স্থান পেত।”

নির্বাচন কমিশনার শাহাদাত হোসেন চৌধুরী বলেন, “বঙ্গবন্ধু ছিলেন ক্যারিশম্যাটিক লিডার। ৭ মার্চের ভাষণে তিনি একাধারে ঘরে ঘরে দুর্গ গড়ে তুলে যুদ্ধের নির্দেশনা দিয়েছেন। তিনি শুধু সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালিই নন, তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ।”

ইসি সচিব মো. আলমগীর এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।