মমতাজউদদীনের অবদান স্মরণীয় হয়ে থাকবে: রাষ্ট্রপতি

অভিনেতা, নাট্যকার মমতাজউদদীন আহমদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 June 2019, 02:27 PM
Updated : 2 June 2019, 02:27 PM

এক শোকবার্তায় তিনি বলেন, “অধ্যাপক মমতাজউদদীন আহমদের মৃত্যু বাংলাদেশের সাংস্কৃতিক জগতের জন্য এক অপূরণীয় ক্ষতি। দেশের সাংস্কৃতিক অঙ্গনে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।

রাষ্ট্রপতি অধ্যাপক মমতাজউদদীন আহমদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার মারা যান একুশে পদকজয়ী নাট্যকার মমতাজউদদীন।

রাজশাহী সরকারি কলেজে পড়ার সময় রাষ্ট্রভাষার আন্দোলনে যুক্ত হওয়া মমতাজউদদীন শিক্ষকতার পাশাপাশি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যসূচি প্রণয়ন কমিটিতে একজন উচ্চতর বিশেষজ্ঞ হিসেবে দায়িত্ব পালন করেনে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির গবেষণা ও প্রকাশনা বিভাগের পরিচালকের দায়িত্বও তিনি পালন করেন।  

তার রচিত নাটকগুলোর মধ্যে রয়েছে ‘নাট্যত্রয়ী’, ‘হৃদয়ঘটিত ব্যাপার স্যাপার, ‘স্বাধীনতা আমার স্বাধীনতা’, ‘জমিদার দর্পণ’, ‘সাত ঘাটের কানাকড়ি’।