নারায়ণগঞ্জে দগ্ধ শিশু সাফওয়ানের মৃত্যু

নারায়ণগঞ্জ সদরে গ্যাসের সিলিন্ডার থেকে আগুন ধরে এক পরিবারের মা-ছেলেসহ দগ্ধ চারজনের মধ্যে শিশু সাফওয়ান আলী মারা গেছে। তার ভাইয়ের অবস্থাও গুরুতর বলে চিকিৎসকরা জানিয়েছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 April 2019, 07:46 PM
Updated : 7 April 2019, 07:46 PM

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাত সাড়ে ৮টার দিকে ১০ বছরের এই ছেলেটির মৃত্যু হয় বলে মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া জানান।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিট, (ফাইল ছবি)

শনিবার রাত ৯টার দিকে ফতুল্লার ২৫৫ গিরিধারা আবাসিক এলাকার বিসমিল্লাহ টুইন টাওয়ার ছয়তলা ভবনের চারতলায় আব্দুর রহিমের স্ত্রী ফাতেমা বেগম এলপি গ্যাসের চুলায় রান্না করার জন্য ম্যাচের কাঠি জ্বালোনোর সঙ্গে সঙ্গে সিলিন্ডারে আগুন ধরে এবং তা পুরো ঘরে ছড়িয়ে পড়ে।

ফাতেমা বেগম (৩০) ছাড়াও তার বড় ছেলে সাইফ আলী বেগ (১৫), মেয়ে ফারিহা আক্তার ফারজানা (১২) ও সাফওয়ান আলী (১০) দগ্ধ হয়।

তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

সাইফ আলী বেগের অবস্থাও গুরুতর বলে বার্ন ইউনিটের চিকিৎসকদের বরাত দিয়ে জানান পরিদর্শক বাচ্চু মিয়া।