৪৪ ওয়ার্ড নিয়ে ময়মনসিংহ সিটি করপোরেশনের সীমানা

নির্বাচনী সীমানা নির্ধারণে ময়মনসিংহ সিটি করপোরেশনের ওয়ার্ড লিপিবদ্ধ করে গেজেট ঘোষণা করেছে সরকার।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Jan 2019, 12:20 PM
Updated : 28 Jan 2019, 12:20 PM

ময়মনসিংহ সিটি করপোরেশনকে ৩৩টি সাধারণ এবং ১১টি সংরক্ষিত ওয়ার্ডে ভাগ করে গত বৃহস্পতিবার তা গেজেট আকারে প্রকাশ করা হয়।

স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন অনুযায়ী এই সিটি করপোরেশনের সীমানা নির্ধারণ কর্মকর্তা কাউন্সিলর নির্বাচনের উদ্দেশ্যে সিটির সমগ্র এলাকাকে ৪৪টি ওয়ার্ডে বিভক্ত করার সুপারিশ করেন বলে প্রকাশিত গেজেটে বলা হয়েছে।

ঢাকা উত্তর ও দক্ষিণ, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট, বরিশাল, কুমিল্লা, নারায়ণগঞ্জ, রংপুর, গাজীপুরের পর দেশের দ্বাদশ সিটি করপোরেশন হিসেবে ময়মনসিংহ সিটি করপোরেশন গঠন করে সরকার।

গত বছর ১৫ অক্টোবর এই গেজেট ঘোষণা করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।

ময়মনসিংহ সদর উপজেলার ১৩টি ইউনিয়নের মধ্যে বয়ড়া ও আকুয়া ইউনিয়নের পুরোটা এবং খাগডহর, চরঈশ্বরদিয়া, দাপুনিয়া, ভাবখালী, সিরতা ও চরনিলক্ষীয়া ইউনিয়নের আংশিক এলাকাকে ময়মনসিংহ পৌরসভায় অন্তর্ভুক্ত করে এই সিটি করপোরেশনের এলাকা নির্ধারণ করা হয়।

৯১ দশমিক ৩১৫ বর্গকিলোমিটার নিয়ে গঠিত ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রতি বর্গকিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব ৫ হাজার ১৬৭ জন।

এই সিটি করপোরেশনের মোট জনসংখ্যা ৪ লাখ ৭১ হাজার ৮৫৮ জন।