আমৃত্যু সাজায় দণ্ডিত যুদ্ধাপরাধী মাহিদুরের মৃত্যু

একাত্তরের যুদ্ধাপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত মাহিদুর রহমান অসুস্থ হয়ে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

রাজশাহী অফিসবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 May 2018, 10:13 AM
Updated : 21 May 2018, 10:13 AM

রাজশাহী কারাগারের সিনিয়র জেল সুপার হালিমা খাতুন জানান, সোমবার রাত ১টার দিকে চিকিৎসকরা মাহিদুরকে মৃত ঘোষণা করেন।

২০১৫ সালের ২০ মে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মাহিদুরকে আমৃত্যু কারাদণ্ড দেয়। এর পর থেকে তিনি রাজশাহী কেন্দ্রীয় কারাগারের বন্দি ছিলেন।

হালিমা খাতুন জানান, গত ২৮ এপ্রিল মাহিদুর হৃদরোগে আক্রান্ত হলে তাকে কারাগার থেকে রাজশাহী মেডিকেলে ভর্তি করা হয়। সোমবার রাতে সেখানেই তার মৃত্যু হয়।

ময়নাতদন্ত শেষে মাহিদুরের লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।

মাহিদুরের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের দাদনচক গ্রামে। একাত্তরে তিনি মুসলিম লীগের রাজনীতিতে জড়িত ছিলেন। মুক্তিযুদ্ধ শুরুর পর বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করে তিনি রাজাকার বাহিনীতে যোগ দেন এবং শিবগঞ্জ এলাকায় হত্যা, লুণ্ঠন, অগ্নিসংযোগের মত মানবতাবিরোধী অপরাধে জড়ান বলে আদালতের বিচারে উঠে আসে।