বৈশাখ বরণ নিয়ে বিতর্কিত মন্তব্যকারী কারা কর্মকর্তাকে বদলি

বৈশাখ বরণ নিয়ে বিতর্কিত মন্তব্য করায় ইন্টারনেটে সামাজিক গণমাধ্যমে সমালোচনার মুখে থাকা কারা কর্মকর্তা আবিদ আহমেদ লিটনকে ঢাকা থেকে বদলি করা হয়েছে।

কামাল তালুকদার জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 April 2018, 11:21 AM
Updated : 16 April 2018, 12:08 PM

পাশাপাশি তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে সহকারী কারা মহাপরিদর্শক (প্রশাসন) মোহাম্মদ আবদুল্লাহ আল-মামুন জানিয়েছেন।

কারা গোয়েন্দা ইউনিটের কর্মকর্তা আবিদ গত ১৩ এপ্রিল ফেইসবুকে এক স্ট্যাটাটে বর্ষবরণের উৎসবকে হিন্দুয়ানী সংস্কৃতি এবং মঙ্গল শোভাযাত্রাকে শিরকের সঙ্গে তুলনা করে তাতে অংশ না নিতে সবাইতে আহ্বান জানিয়েলেন।

সরকারি কর্মকর্তার ওই স্ট্যাটাস দেখার পর ফেইসবুকে শুরু হয় তুমুল সমালোচনা।

আবিদ তার স্ট্যাটাসটি মুছে দিলেও তা কারা কর্তৃপক্ষের গোচরে আসে বলে জানান কারা কর্মকর্তা আল-মামুন।

তিনি সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিষয়টি আমাদের দৃষ্টিগোচর হওয়ার পর তাকে ইন্টিলিজেন্স থেকে সরিয়ে নারায়ণগঞ্জে ডেপুটি জেলার হিসেবে বদলি করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থাও নেওয়া হচ্ছে।”

লিটন কারা অধিদপ্তরের প্রায় তিন বছর ছিলেন বলে জানান কারা কর্মকর্তা মামুন।

সহকারী কারা মহাপরিদর্শক জানান, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের নীতিমালা অনুসরণ করতে গত ৫ ফেব্রুয়ারি একটি নির্দেশনা দিয়েছেন তিনি।

ফেইসবুকে পোস্ট ও ছবি আপলোডের ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দিয়ে ২০১৬ সালে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের নির্দেশিকা অনুসরণ করতে বলা হয়।