জনপ্রত্যাশা পূরণে আবদুল হামিদকে মনোনয়ন: কাদের

রাষ্ট্রপতি পদে মো. আবদুল হামিদের মনোনয়নপত্র জমা দিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, তারা জনপ্রত্যাশা পূরণ করেছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Feb 2018, 12:45 PM
Updated : 5 Feb 2018, 01:08 PM

সোমবার ওবায়দুল কাদেরের নেতৃত্বে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল রাষ্ট্রপতি নির্বাচনের ‘নির্বাচনী কর্তা’ প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার কাছে তিনটি মনোনয়নপত্র হস্তান্তর করেন।

মনোনয়নপত্র-১ এ প্রস্তাবক ওবায়দুল কাদের, সমর্থক তোফায়েল আহমেদ

মনোনয়নপত্র-২ এ প্রস্তাবক রাশেদ খান মেনন, সমর্থক আ স ম ফিরোজ

মনোনয়নপত্র-৩ এ প্রস্তাব হুসেইন মুহম্মদ এরশাদ, সমর্থক মো. আতিউর রহমান আতিক

আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, প্রধান হুইপ আ স ম ফিরোজ, হুইপ শহীদুজ্জামান সরকার, আতিউর রহমান আতিক, ইকবালুর রহিম, ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেনন ও আওয়ামী লীগ নেতা এ বি এম রিয়াজুল কবির কাওছার ছিলেন এ প্রতিনিধি দলে।

বেলা ১২টার দিকে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচনী কর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার পর ওবায়দুল কাদের বলেন, বলেন, “আমাদের কাছে আছে অনেকেই। আমাদের কাছে মনে হচ্ছে, তিনিই জনগণের কাছে সর্বাধিক গ্রহণযোগ্য, জনগণের কাছে সর্বজন শ্রদ্ধেয়।

“রাষ্ট্রপতি তো দলের রাষ্ট্রপতি হবে না, দেশের রাষ্ট্রপতি। কাজেই ওই ধরনের একজন মানুষকেই খুঁজে নিয়েছি। জনগণের চিন্তা-ভাবনা, চোখের ভাষায় আবদুল হামিদই সর্বাধিক প্রত্যাশিত।”

সংসদে আওয়ামী লীগের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থাকায় সাত বারের সংসদ সদস্য ও সাবেক স্পিকার আবদুল হামিদের দ্বিতীয় মেয়াদে রাষ্ট্রপতি হওয়ায় আনুষ্ঠানিকতাই কেবল বাকি ছিল; কিন্তু অন্য প্রতিদ্বন্দ্বী না থাকলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন তিনি।

ফের আবদুল হামিদকে বেছে নেওয়ার বিষয়ে ওবায়দুল কাদের আরও বলেন, “আবদুল হামিদ হচ্ছেন ভাটি বাংলার বীর পুরুষ, মুক্তিযোদ্ধা। আওয়ামী লীগের পছন্দের এ মানুষটি দেশের মানুষ গ্রহণ করছে আস্থার সঙ্গে। এখন জনগণের প্রত্যাশা পূরণ করলেই আওয়ামী লীগ খুশি।”

বেলা সাড়ে ১২ টায় নির্বাচন ভবন থেকে বেরিয়ে রাষ্ট্রপতির সঙ্গে মোবাইলে কথা বলেন আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, রাশেদ খান মেনন ও ওবায়দুল কাদের।

তোফায়েল আহমেদ রাষ্ট্রপতিকে বলেন, “আমরা মনোনয়নপত্র জমা দিয়েছি। এরপরই ওবায়দুল কাদের বলেছেন- এ মুহুর্তে আপনার চেয়ে যোগ্যতম ব্যক্তি কেউই নেই।”

সোমবার বিকেল ৪টা পর্যন্ত মনোনয়ন জমার শেষ সময় ছিল। একমাত্র আবদুল হামিদ ছাড়া কারও মনোনয়নপত্র জমা পড়েনি।

ইসির জনসংযোগ পরিচালক (যুগ্ম-সচিব) এসএম আসাদুজ্জামান জানান, একমাত্র প্রার্থী হওয়ায় ৭ ফেব্রুয়ারি মনোনয়নপত্র পরীক্ষার পর আইন-বিধি অনুযায়ী বিনা প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে নির্বাচিত ঘোষণা করা হবে।