পেন বাংলাদেশ’র প্রধান উপদেষ্টা নূরুল হুদা

লেখক ও সাহিত্য অনুরাগীদের আন্তর্জাতিক সংগঠন পেন ইন্টারন্যাশনালের বাংলাদেশ চ্যাপ্টার পেন বাংলাদেশ-এর প্রধান উপদেষ্টা নির্বাচিত হয়েছেন আর্টস ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক কবি মুহম্মদ নূরুল হুদা।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 May 2017, 08:21 PM
Updated : 6 May 2017, 08:21 PM

শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে আগের দিন পেন বাংলাদেশ’র নতুন কার্যকরী কমিটি গঠিত হওয়ার কথা জানানো হয়।

নতুন কমিটিতে কবি সাংসদ কাজী রোজী সভাপতি ও ড. সৈয়দা আইরিন জামান মহাসচিব পুনর্নির্বাচিত হয়েছেন।

কাজী রোজী

শুক্রবার রাজধানীর কাকরাইলে অডিট ভবনের হাফিজ উদ্দিন খান কনফারেন্স রুমে সংগঠনের জরুরি সভায় এই কমিটি হয়।

সহ-সভাপতি মাসুদ আহমেদের সভাপতিত্বে সভায় ৪৪ জন সদস্য উপস্থিত ছিলেন।

সভায় সর্বসম্মতিক্রমে নূরুল হুদা প্রধান উপদেষ্টা, কাজী রোজী সভাপতি নির্বাচিত এবং আইরিন জামান মহাসচিব পুর্ননির্বাচিত হন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

নতুন কমিটিতে সহ-সভাপতি মাসুদ আহমেদ, মাহবুবর রহমান, আলী আহমদে, ড. মাসুদুজ্জামান, শাহিদা খাতুন, মো. আবু জাফর, আকিমুন রহমান, আসলাম সানী, ঝর্না রহমান, যুগ্ম মহাসচিব পদে আশরাফ জুয়েল, নাহিদা আশরাফ, স ম খোরশেদ, কোষাধ্যক্ষ নাহার ফরিদ খান, সাংগঠনিক সম্পাদক আসলাম শিহির, প্রচার সম্পাদক সাইফ বরকতুল্লাহ, সহপ্রচার সম্পাদক শামসুদ্দিন হীরা, মো. মোজাম্মেল হক নির্বাচিত হয়েছেন।

ড. সৈয়দা আইরিন জামান

কার্যকরী কমিটির সদস্যরা হলেন- আলী নিয়ামত, জামাল আহমেদ, রাজু আলাউদ্দিন, মুরশিদ আনোয়ার, শাহিদা বেগম, এম এস সিদ্দিক, নাঈম আহমেদ, সাঈদা নাঈম, সরকার মাহবুব, সুমী সিকান্দার, সোহেল মল্লিক, আহসান হাবীব প্রিন্স, সোহাগ সিদ্দিকী, গোলাম মোর্শেদ চন্দন, সাহেদ মন্তাজ ও জুনান নাশিত।

এ কমিটির মেয়াদ আগামী ডিসেম্বর পর্যন্ত বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।