হোসাইনী দালানে বোমা: তদন্তের অগ্রগতি জানাবে পুলিশ

পুরান ঢাকার হোসাইনী দালানে তাজিয়া মিছিলের প্রস্তুতির মধ্যে বোমা হামলার ঘটনার তদন্তের অগ্রগতি জানাতে সংবাদ সম্মেলন ডেকেছে ঢাকা মহানগর পুলিশ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Nov 2015, 05:03 AM
Updated : 26 Nov 2015, 05:03 AM

বৃহস্পতিবার মহানগর পুলিশের গণমাধ্যম কার্যালয়ে এ সংবাদ সম্মেলন হবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

এদিকে হোসাইনী দালানে হামলার ঘটনায় জড়িত সন্দেহে পাঁচ জেমএমবি সদস্যকে গোয়েন্দা পুলিশ আটক করেছে বলে গণমাধ্যমে খবর এসেছে।

গত ২৩ অক্টোবর প্রথম প্রহরে আশুরা উপলক্ষে নাজিম উদ্দিন রোডের হোসাইনী দালানে তাজিয়া মিছিলের প্রস্তুতির সময় তিনটি হাতে তৈরি গ্রেনেডের বিস্ফোরণ ঘটানো হয়। পুলিশের তথ্য অনুযায়ী, ওই বিস্ফোরণে আহত হন ১১৫ জন।

ওই রাতেই ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় সাজ্জাদ হোসেন নামের এক কিশোরের মৃত্যু হয়। পাঁচ দিন পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জামাল উদ্দিন নামে ৫৫ বছর বয়সী আরেকজন।

ওই ঘটনার দুই দিন পর ২৫ অক্টোবর অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করে পুলিশ।

মধ্যপ্রাচ্যের উগ্রপন্থি দল আইএস ওই হামলার দায় স্বীকার করেছে বলে জঙ্গি তৎপরতা পর্যবেক্ষণকারী একটি ওয়েবসাইট খবর দিলেও সরকার বলে আসছে- এর কোনো ভিত্তি নেই।