দায়িত্ব নিলেন নতুন নৌপ্রধান

নাজমুল হাসান ১৯৮৬ সালে ১ জুলাই নৌবাহিনীতে কমিশন লাভ করেন।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 July 2023, 03:27 PM
Updated : 24 July 2023, 03:27 PM

বাংলাদেশ নৌবাহিনীর প্রধানের দায়িত্ব নিয়েছেন ভাইস অ্যাডমিরাল এম নাজমুল হাসান। 

সোমবার তিনি এই দায়িত্ব গ্রহণ করেন বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর-আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে। 

এ দিন বিকালে নৌবাহিনীর সদর দপ্তরে দায়িত্বভার গ্রহণ ও হস্তান্তর অনুষ্ঠান হয়। নবনিযুক্ত নৌপ্রধান যোগদানপত্রে স্বাক্ষরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ নৌবাহিনীর কমান্ড গ্রহণ করেন। 

অনুষ্ঠানে নৌ সদরের প্রিন্সিপাল স্টাফ অফিসাররা ছাড়াও সব আঞ্চলিক কামান্ডার ও ডকইয়ার্ড ও শিপইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালকরা এবং নৌ অফিসাররা উপস্থিত ছিলেন। 

নাজমুল হাসান ১৯৮৬ সালে ১ জুলাই নৌবাহিনীতে কমিশন পান। চাকরি জীবনে তিনি নৌসদরে সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশন), সহকারী নৌবাহিনী প্রধান (পার্সোনেল), পরিচালক (নৌ অপারেশন ও নৌ গোয়েন্দা) এবং সশস্ত্র বাহিনী বিভাগে অসামরিক-সামরিক সংযোগ পরিদপ্তরের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। 

তিনি বাংলাদেশ নৌবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধজাহাজ বানৌজা ওমর ফারুকসহ চারটি যুদ্ধজাহাজের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। 

২০২০ থেকে ২০২২ সাল পর্যন্ত মালদ্বীপে বাংলাদেশের হাই কমিশনারের দায়িত্বও সামলেছেন নাজমুল হাসান।

Also Read: নৌবাহিনীর নতুন প্রধান নাজমুল হাসান