বুধবার খুলনা ও বরিশাল বিভাগে এবং পরদিন কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলসহ ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
Published : 12 Mar 2024, 03:10 PM
ফাগুনের শেষ সময়ে বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার থেকে এই বৃষ্টি দুইদিন স্থায়ী হওয়ার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়াবিদ হাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “১৫ তারিখের পর (আকাশ) ক্লিয়ার হয়ে যাবে। কালবৈশাখীর সময় তো..বৃষ্টি হলে তাপমাত্রা কমবে, বৃষ্টি না থাকলে বাড়বে; আগামী দুই-তিন মাস এমনই চলবে।”
মঙ্গলবার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বুধবার খুলনা ও বরিশাল বিভাগে বৃষ্টি/বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের অন্যান্য স্থানের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
পরদিন একই ধরনের বৃষ্টির আভাস রয়েছে কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলসহ ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের জন্য।
সারাদেশের দিন ও রাতের তাপমাত্রা বাড়ার আভাসও দেওয়া হয়েছে আবহাওয়ার পূর্বাভাসে।
মার্চ মাসের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে বলা হয়েছিল, দুই-তিনদিন বজ্রসহ বৃষ্টি ও কালবৈশাখী ছাড়াও মাসের শেষ দিকে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাওয়ার শঙ্কা রয়েছে।
মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের সিতাকুণ্ডে দেশের সর্বনিম্ন ১৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
আর দেশের সর্বোচ্চ ৩৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল রাঙ্গামাটিতে।